টলিউডের প্রখ্যাত অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। সত্যজিৎ রায়, মৃণাল সেন, তপন সিংহ, অজয় করের মত নির্মাতাদের চলচ্চিত্র অভিনয় করেছেন বাংলা চলচ্চিত্রের এই জীবন্ত কিংবদন্তী। এবার নির্মিত হচ্ছে তাঁর বায়োপিক।
জনপ্রিয় অভিনেতা ও পরিচালক পরমব্রত চট্টোপাধ্যায় বায়োপিক নির্মাণের এই গুরু দায়িত্ব নেবেন বলে জানা গেছে। পাশাপাশি এতে তরুণ সৌমিত্রের ভুমিকায়ও থাকছেন তিনি। আর স্বভুমিকায় সৌমিত্র নিজেও অভিনয় করতে পারেন বলে শোনা যাচ্ছে।
ইতোমধ্যেই বায়োপিক নির্মাণের প্রাথমিক আলোচনা সম্পন্ন হয়ে।
বিশ্বখ্যাত পরিচালক সত্যজিৎ রায়ের ১৪টি ছবিতে অভিনয় করেছেন সৌমিত্র চট্টোপাধ্যায়। ১৯৫৯ সাল থেকে অদ্যবদি অভিনয় করে যাচ্ছেন। সিনেমায় অভিনয় ছাড়াও বহু মঞ্চ নাটক, যাত্রা, এবং টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করেছেন তিনি। লিখেছেন অনেক নাটক ও কবিতা। বেশ কিছু নাটক পরিচালনাও করেছেন তিনি। তাঁর মত বড় মাপের আবৃত্তিকার খুব কমই আছে।