শুরু হচ্ছে পান্থ প্রসাদের সিনেমা ‘সাবিত্রী’র শুটিং
প্রকাশের সময় :
নিজস্ব প্রতিবেদক :
নির্মাতা পান্থ প্রসাদ নির্মাণ করছেন একজন বীরাঙ্গনার দ্বান্ধিকতার প্রেক্ষাপটে পূর্ণদৈর্ঘ্য সিনেমা ‘সাবিত্রী’। ২০ ডিসেম্বর শুক্রবার সিনেমার চিত্রধারণের কাজ শুরু করবেন তিনি। সম্প্রতি ছবিটির নানা প্রেক্ষাপট নিয়ে কালচারাল ইয়ার্ডের সঙ্গে আলাপ হয় সিনেমাটির নির্মাতার।
সিনেমাটি একজন বীরাঙ্গনা সাবিত্রী ও তার গর্ভজাত ছেলের দ্বান্ধিকতার প্রেক্ষাপটে গড়ে উঠেছে। নির্মাতা বলেন, ছবিটিতে একজন প্রসিকিউটর ও একজন যুদ্ধাপরাধী থাকে। যাদের দিয়ে ছবিটার শুরু। বর্তমানের যুদ্ধাপরাধীদের বিচারের প্রেক্ষাপটে একজন যুদ্ধাপরাধীর বিচারে একজন সাক্ষী দরকার। যে সাক্ষী দেওয়ার জন্য বীরাঙ্গনা সাবিত্রীকে বলা হয়। কিন্তু সাক্ষী দিতে গেলে মুক্তিযুদ্ধে তার সাথে ঘটা নির্যাতনের ঘটনা প্রকাশ হয়ে যাবে। যে নির্যাতনের ফলে তার ছেলের জন্ম হয়। সামাজিক ও রাজনৈতিক বাস্তবতায় দাঁড়িয়ে শেষ পর্যন্ত মা ও ছেলে কি সিদ্ধান্ত নেয়। এই প্রেক্ষাপটে দাঁড়িয়েই ছবির কাহিনী এগিয়ে যায়।
ছবিটি ২০১৬ সালে সরকারের অনুদান পায়। ছবিটিতে সাবিত্রী চরিত্রে অভিনয় করেছেন নারগিস আক্তার। আরও যারা অভিনয় করেছেন তারা হলেন- অনন্ত হীরা, সাবিহা তন্বী, সৈকত সিদ্দিকিসহ অনেকে। এছাড়া একটি থিয়েটারের বিশাল কর্মীবাহিনী ও চা বাগানের শ্রমিকরা অভিনয় করেছেন।
একটি বাস্তব কাহিনীকে উপজীব্য করে ছবিটি বানানো। ছবিটির কাহিনী ও সংলাপ লিখেছেন তুষার আব্দুল্লাহ। চিত্রায়ন করেছেন ড্যানিয়েল ড্যানি।
ছবিটি মার্চ অথবা ডিসেম্বরকে সামনে রেখেই মুক্তি দেয়ার চিন্তা রয়েছে বলে জানিয়েছেন নির্মাতা পান্থ প্রসাদ। ছবিটি বিদেশের বিভিন্ন উৎসবগুলোতে আগে মুক্তি দেওয়ার চিন্তা করছেন তিনি। এরপর দেশের প্রেক্ষাগৃহগুলোতে মুক্তি দেওয়া হবে বলে জানান তিনি।
পান্থ প্রসাদ বেশকিছু টেলিভিশন ফিকশন ও শর্ট ফিল্ম নির্মাণ করেছেন। তিনি চলচ্চিত্রকার মোরশেদুল ইসলামের বেশ কিছু চলচ্চিত্রের সহকারী হিসেবে কাজ করেন। মোরশেদুল ইসলাম পান্থ প্রসাদের অনুপ্রেরণা বলেও জানান তিনি। এছাড়া তারকোভস্কি ও সত্যজিৎ রায় তার প্রিয় চলচ্চিত্র নির্মাতা।