প্রস্তুতি নিয়েই জাজের ‘কাঁটাতারের বেড়া’ ছবিতে ফিরছেন শাবনূর
প্রকাশের সময় :
বিশেষ প্রতিবেদক :
দীর্ঘ বিরতির পর অভিনয়ে ফিরছেন বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা শাবনূর। এবার ফিটনেসসহ সব ধরনের প্রস্তুতি নিয়েই ফিরছেন তিনি। জাজ মাল্টিমিডিয়ার ঘোষিত ‘কাঁটাতারের বেড়া’ ছবির মাধ্যমে হচ্ছে তাঁর প্রত্যাবর্তন। চিত্রনায়িকা শাবনূর নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।
বর্তমানে তিনি একজন অস্ট্রেলিয়ান নিউট্রেশিয়ান ও জিম ট্রেইনারের অধীনে থেকে নিজের ফিটনেস তৈরি করছেন। আশা করা যাচ্ছে, ‘কাঁটাতারের বেড়া’ ছবিতে দর্শক নতুন এক শাবনূরকে পাবে।
এ প্রসঙ্গে তিনি বলেন, ‘এ দেশের দর্শক এখনও আমাকে ভালোবাসেন। তাঁরা নায়িকা চরিত্রেই শাবনূরকে চান। তাই ফেরার প্রস্তুতি নিচ্ছি। নিজেকে পুরোপুরি ফিট করতে চাই, হিরোইন হিসেবে পর্দায় হাজির হতে হবে।’
‘কাঁটাতারের বেড়া’র গল্প প্রসঙ্গে শাবনূর বলেন, ‘ছবির গল্প আমার এতটাই ভালো লেগেছে, প্রথমবার শুনেই রাজি হয়ে গেছি।’
জানা গেছে, চরিত্রানুযায়ী শাবনূর তৈরি হলেই সিনেমাটির শুটিং শুরু হবে। এতে পাঁচ মাসের মত সময় লাগতে পারে। তাই আগামী বছরের মাঝামাঝি সময়ে ছবির শুটিং শুরু হবে।
‘কাঁটাতারের বেড়া’ চলচ্চিত্রটি কে পরিচালনা করবেন বা ছবির নায়ক হিসেবে কে থাকবেন তা এখনও জানা যায় নি। তবে পরিচালক হিসেবে মোস্তাফিজুর রহমান মানিক থাকতে পারেন বলে শোনা যাচ্ছে। আর নায়ক হিসেবে শাবনূরের পছন্দ শাকিব খান, রিয়াজ অথবা ফেরদৌস। তবে এই ছবিতে নায়ক হিসেবে বলিউড অভিনেতা, পরিচালক ও প্রযোজক অজয় দেবগনের নামও শোনা যাচ্ছে।