নতুন বছরের ভালোবাসা দিবসের বিশেষ নাটকে প্রথমবারের মত জুটি বাধলেন জনপ্রিয় চিত্রনায়িকা পূর্ণিমা ও শ্রোতাপ্রিয় সঙ্গীতশিল্পী ও অভিনেতা তাহসান খান। নাটকের নাম ‘ভালোবাসাবাসি’। পরিচালনা করছেন জনপ্রিয় নাট্যনির্মাতা সাগর জাহান।
মঙ্গলবার থেকে রাজধানীর বিভিন্ন জায়গায় নাটকটির শুটিং শুরু হয়েছে। ভালোবাসার নানা দিক নিয়ে তৈরি গল্পে নির্মাণ হচ্ছে নাটকটি। এ প্রসঙ্গে পরিচালক সাগর জাহান বলেন, যখন আমরা কারো কেয়ারিংকে মনে করি খুব যন্ত্রণা, সেই যন্ত্রণাকে এড়ানোর জন্য সেই মানুষটির বাইরে গিয়ে অন্য মানুষের কেয়ারিং পেতে চাই। তখন বুঝি কাছের মানুষের কেয়ারিং বা ভালোবাসাটা আসলে কেমন।
অভিনেতা তাহসান খান বলেন, বেশ আত্মবিশ্বাস নিয়ে সাগর জাহানের সঙ্গে কাজ করছি। পূর্ণিমার সঙ্গে প্রথম কাজ করতে পেরে আমি ভীষণ খুশি। নাটকটি দর্শকনন্দিত হবে, এমনটাই বিশ্বাস করেন এই অভিনেতা।
প্রথমবার তাহসান খানের বিপরীতে ও সাগর জাহানের পরিচালনায় অভিনয় করছেন পূর্ণিমা। এ প্রসঙ্গ তিনি বলেন, এর আগে সাগর ভাইয়ের রচনায় অন্য নির্মাতার পরিচালনায় অভিনয় করেছি। এবার তার পরিচালনায়ই কাজ করছি। ভালো লাগছে। নাটকটির গল্পও দারুণ। অন্যদিকে তাহসান ভাইও গুণী শিল্পী। তার সঙ্গে প্রথম নাটকে কাজ করছি। আশা করছি কাজটি বেশ উপভোগ্য হয়ে উঠবে।
নাটকটি কোথায় প্রচারিত হবে জানতে চাইলে নির্মাতা জানান, আগামী ভালোবাসা দিবসে অনলাইন টিভি ‘গ্লোবাল টিভি’তে প্রচার হবে।