নিজস্ব প্রতিবেদক :
আগামী ১১ জানুয়ারি শুরু হতে যাচ্ছে অষ্টাদশ ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। রেইনবো ফিল্ম সোসাইটি আয়োজিত এবারের উৎসবে দেখানো হবে ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত তিনটি চলচ্চিত্র, যেগুলো ২০১৯ সালে মুক্তি পেয়েছে।
রেইনবো ফিল্ম সোসাইটি সূত্রে জানা গেছে, অষ্টাদশ ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ৭টি বিভাগে ৭৪টি দেশের প্রায় ২২০টি ছবি প্রতিযোগিতা করবে। ‘এশিয়ান সিনেমা সেকশন, রেট্রোস্পেকটিভ, বাংলাদেশ প্যানোরমা সেকশন, সিনেমা অব দ্যা ওয়ার্ল্ড সেকশন, চিলড্রেন ফিল্মস্ সেকশন, ওম্যান ফিল্ম মেকারস্ সেকশন, শর্ট এন্ড ইন্ডিপেন্ডেন্ট ফিল্মস্ সেকশন এবং স্পিরিচুয়াল ফিল্মস্ সেকশন’।
অষ্টাদশ ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের আরও খবর :
⇒ অষ্টাদশ ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শুরু ১১ জানুয়ারি
এর মধ্যে বাংলাদেশ প্যানোরমা সেকশনে প্রতিযোগিতা করবে ইমপ্রেসের তিন সিনেমা; নাসির উদ্দিন ইউসুফ পরিচালিত ‘আলফা’, তৌকীর আহমেদ পরিচালিত ‘ফাগুন হাওয়ায়’ ও ১১ তরুণ নির্মাতা পরিচালিত বাংলাদেশের প্রথম অমনিবাস চলচ্চিত্র ‘ইতি তোমারই ঢাকা’।
উৎসবের ছবিগুলো প্রদর্শন হবে- রাজধানীর অঁলিয়স ফ্রসেস, বাংলাদেশ শিল্পকলা একাডেমি, কেন্দ্রীয় গণগ্রন্থাগার মিলনায়তন, জাতীয় জাদুঘর মিলনায়তন, মধুমিতা হল ও স্টার সিনেপ্লেক্সে।
‘বেটার ফিল্ম, বেটার অডিয়েন্স এবং বেটার সোসাইটি (নান্দনিক চলচ্চিত্র, মননশীল দর্শক, আলোকিত সমাজ)’ স্লোগানে আয়োজিত এই উৎসবটি শেষ হবে আগামী ১৯ জানুয়ারি।