মাদকমুক্ত দেশ গড়তে বিভিন্ন সময় দেশের বিভিন্ন অঞ্চলে নানা ধরনের সচেতনতামুলক কর্মসুচি হাতে নেয়া হয়। কখনও তারকাদের অংশগ্রহণে আয়োজন করা হয় কনসার্টের। এবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং চ্যানেল লাইভ এন্টারটেইনমেন্টের সম্মিলিত উদ্যোগে মাদকবিরোধী কনসার্ট ২০২০-এর আয়োজন করা হচ্ছে। আগামী ৩ জানুয়ারি রাজশাহীর মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে এই কনসার্ট অনুষ্ঠিত হবে।
চ্যানেল লাইভ এন্টারটেইনমেন্টের সিইও ও ইভেন্ট অর্গানাইজার কণ্ঠশিল্পী অনন্যা রুমা জানান, মাদক প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষে দেশব্যাপী ধারাবাহিক কনসার্টের আয়োজন করা হচ্ছে। দেশের ৬৪টি জেলায় পর্যায়ক্রমে এই কনসার্ট অনুষ্ঠিত হবে।
আয়োজকরা জানান, শুক্রবার (৩ জানুয়ারি) বিকেল চারটায় এই কনসার্ট শুরু হবে। তবে দুপুর দু’টায় গেট খোলা হবে। তারকাদের পারফরমেন্স ও সঙ্গীত শিল্পীদের গান ছাড়াও এতে থাকছে বৈচিত্র্যময় লেজার শো।