সালমান খানের ‘দাবাং থ্রি’ চলছে ৩ হাজার প্রেক্ষাগৃহে
প্রকাশের সময় :
নিজস্ব প্রতিবেদক :
মুক্তি পেয়েছে বলিউডের সুলতান খ্যাত সুপারস্টার সালমান খানের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘দাবাং থ্রি’। শুক্রবার (২০ ডিসেম্বর) ভারতের প্রায় তিন হাজার প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ছবিটি। ‘দাবাং টু’র সাত বছর পরে মুক্তি পেলো দাবাং সিরিজের তৃতীয় সিকুয়্যাল।
হিন্দির পাশাপাশি চলচ্চিত্রটি তেলেগু, তামিল ও কন্নড় ভাষায়ও মুক্তি পেয়েছে। মুক্তির প্রথম দিনে চলচ্চিত্র বিশ্লেষকদের প্রশংসার পাশাপাশি ভালো আয়ও করেছে ছবিটি। জানা গেছে, প্রথম দিনের আয় প্রায় পঁচিশ কোটি রুপি।
চুলবুল পান্ডে আর সুন্দরী স্ত্রী রাজ্জোর রোমান্স, রবিনহুড পুলিশ অফিসারের অ্যাকশন, বিভিন্ন আমেজের গান এবং অভিনয়; সব মিলিয়ে পরিপূর্ণ বাণিজ্যিক ছবি। আগের দুই কিস্তির মত এবারও নিরাস করে নি ভাইজান। সিনেমা দেখে খুশি মনে ফিরছেন দর্শকরা।
এবারও সালমান খানের বিপরীতে অভিনয় করেছেন সোনাক্ষী সিনহা। নতুন আকর্ষণ হিসেবে যোগ হয়েছে সাই মাঞ্জরেকর ও কিচ্চি সুদীপ। এছাড়াও বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেন আরবাজ খান, ডিম্পল কাপাডিয়া, প্রমোদ খান্না, নওয়াব শাহ, রাজেশ শর্মা, মহেশ মাঞ্জরেকর প্রমূখ।
সালমান খান, আরবাজ খান এবং নিখিল দ্বিবেদী প্রযোজিত ‘দাবাং থ্রি’ সিনেমাটি পরিচালনা করেছেন প্রভুদেবা। সিনেমার কাহিনী ও চিত্রনাট্য লিখেছেন দিলীপ শুক্লা। এবার প্রথমবার চিত্রনাট্যেও ছিলেন সালমান।