বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউট প্রাক্তনী সংসদের ২য় কার্যনির্বাহী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বিপুল উৎসাহ উদ্দীপনায় রোববার (২২ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। সন্ধ্যায় ভোট গণনা শেষে ২ বছরের জন্য নির্বাচিত প্রাক্তনী সংসদের ১৭ জন সদস্যের নাম ঘোষণা করেন বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউটের প্রধান নির্বাহী ড. মহিউদ্দীন আহমেদ।
২০১৫ সাল থেকে বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউট প্রাক্তনী সংসদের কার্যক্রম শুরু হয়। এবারের নির্বাচনে তিনজন প্রাক্তনী সদস্য অভি কাজী, স্বজন মাঝি ও নাজমুল হাসান নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করেন। এই নির্বাচনে ৯১% ভোটার উপস্থিত থেকে ভোট প্রদান করেছেন। বিসিটিআই এর পরিচালক ও তিনজন কোর্স পরিচালক নির্বাচনের পর্যবেক্ষক ছিলেন।
নবনির্বাচিত কার্যনির্বাহী সদস্যরা হলেনঃ মাহবুব হোসেন (সভাপতি), রাজন তালুকদার (সাধারণ সম্পাদক), মোঃ আনিসুর রহমান ও মোঃ ওহিদুজ্জামান (সহ-সভাপতি), জাহিদ হাসান ও দেবাশীষ দাস (সহ-সাধারণ সম্পাদক), মহিতোষ কান্তি রায় (সাংগঠনিক সম্পাদক), খায়রুন নাহার কৃপা (দপ্তর সম্পাদক), সাখাওয়াত হোসেন (কোষাধ্যক্ষ), অধরা সুলতানা শিল্পী (প্রচার ও প্রকাশনা সম্পাদক), মাহবুবুর রহমান (আইন ও আন্তর্জাতিক সম্পাদক), মোঃ আশিক মাহমুদ (শিক্ষা, গবেষণা ও সাংস্কৃতিক সম্পাদক) এবং কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ সাইদুর রহমান, মোঃ মাহবুব হাসান (লেমন), মুকেশ বিশ্বাস, অদ্রি হৃদয়েশ ও দিবাকর চন্দ্র দে।
বিজয়ী প্রার্থীগণ এবং বিজিত প্রার্থীগণ একে অপরের সাথে একাত্ম হয়ে দেশের চলচ্চিত্র ও টেলিভিশন শিল্পের অগ্রগতির জন্য কাজ করতে বদ্ধ পরিকর। বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউটের সকল প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের অংশগ্রহণে দেশে একটি সুস্থ্য সাংস্কৃতিক ধারাকে বিকাশের জন্য পৃষ্ঠপোষকতা ও দিক নির্দেশনা দিতে প্রাক্তনী সংসদ কাজ করে যাবে বলে অঙ্গীকার করেন।