আগামী ২৭ ডিসেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ঢাকা রক ফেস্ট’ ২০১৯। আন্ডারগ্রাউন্ড ব্যান্ড নিয়ে এই কনসার্টের আয়োজন করছে স্কাই ট্র্যাকার লিমিটেড। রাজধানী ঢাকার ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা এক্সপো জোনে আয়োজিত এই ফেস্টের পৃষ্ঠপোষকতায় রয়েছে গান বাংলা টিভি ও মোবাইল অপারেটর বাংলালিংক।
স্কাই ট্র্যাকারের সিইও দোজা আলম বলেন, প্রথমবারের মতো আমরা আন্ডারগ্রাউন্ড ব্যান্ড নিয়ে এমন আয়োজন করছি। টিকিট বিক্রির দিক থেকে বেশ ভালো সাড়া পাচ্ছি।
তিনি জানান, স্কাই ট্র্যাকার দেশের তরুণদের চাহিদার কথা মাথায় রেখে বিভিন্ন সময় বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে থাকে। সেই ধারাবাহিকতায় এই কনসার্টের আয়োজন করছেন তারা।
এবারের এই কনসার্টে রক সঙ্গীত পরিবেশন করবে ব্যান্ডদল আর্বোভাইরাস, নেমেসিস, অ্যাভয়েডরাফা, বে অব বেঙ্গল, পাওয়ারসার্জ, ওন্ড, ট্রেইনরেক, সিন এবং কনক্লুশন। মিডিয়াকোয়েস্ট বাংলাদেশ ‘ঢাকা রক ফেস্ট’- এর পিআর পার্টনার।
ইতোমধ্যেই (২২ ডিসেম্বর থেকে) কনসার্টের টিকিট বিক্রি শুরু হয়েছে। শুক্রবার আগত দর্শক শ্রোতাদের জন্য ‘ঢাকা রক ফেস্ট ‘-এর গেট ওপেন হবে দুপুর ১২টায়। কনসার্ট শুরু হবে দুপুর দুইটায়। চলবে রাত দশটা অবদি।