বিশেষ প্রতিবেদক :
ঢালিউড চলচ্চিত্রে কাটছে হতাশার দিন। বছরে সিনেমা মুক্তির সংখ্যা কমে যাচ্ছে। বন্ধ হয়ে যাচ্ছে একের পর এক প্রেক্ষাগৃহ। শিল্পের সঙ্গে সংকট দেখা দিয়েছে শিল্পীর। সিন্ডিকেটের ঘেরাটোপে চলচ্চিত্র অঙ্গন। দেশি ও আমদানিসহ ২০১৯ সালে অর্ধশতাধিক ছবি মুক্তি পেয়েছে। হিট হয়েছে ১টি সিনেমা। আলোচনা তৈরি করেছে আরও গুটি কয়েক। বরাবরের মত এবারও ঢালিউড সুপারস্টার শাকিব খানই ছিলো আলোচনার শীর্ষে। এর সঙ্গে আরও কয়েকজন চিত্রনায়ক এ বছরে আলোচনায় ছিলেন। এদের নিয়ে কালচারাল ইয়ার্ডের বছর শেষে সালতামামি।
শাকিব খান
বরাবরের মতো ঢালিউডে আলোচিত ছিলো সুপারস্টার শাকিব খান। মালেক আফসারি নির্মিত শাকিব খান প্রযোজিত ও অভিনীত ‘পাসওয়ার্ড’ ছিলো হিট। এ ছবি নিয়ে সারাবছরই চর্চায় ছিলো শাকিব খান। এছাড়া দেশের বাইরে কলকাতায়ও আলোচনায় ছিলেন তিনি। এবারে ঈদুল ফিতরে মুক্তি পেয়েছে তার দু’টি ছবি ‘পাসওয়ার্ড’ ও ‘নোলক’। ঈদুল আজহায়ও মুক্তি পায় জাকির হোসেন রাজু পরিচালিত সিনেমা ‘মনের মতো মানুষ পাইলাম না’।
গত ৮ ডিসেম্বর ২০১৭ ও ২০১৮ সালের দেশীয় চলচ্চিত্রের সর্বোচ্চ পুরস্কার জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান করা হয়। এতে ‘সত্তা’ সিনেমায় অনবদ্য অভিনয় করার জন্য ২০১৭ সালের শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার পান তিনি।
আলোচনায় ছিলো শামীম আহমেদ রনি পরিচালিত ‘শাহেনশাহ’ ছবিটি। এদিকে শাকিব খানের আরও কিছু ছবি মুক্তির অপেক্ষায়। সেগুলো হলো: বদিউল আলম খোকন নির্মিত ‘আগুন’, কাজী হায়াৎ নির্মিত শাকিব খান প্রযোজিত ‘বীর’ ও শাহীন সুমন নির্মিত একটু প্রেম দরকার। এছাড়াও ঘোষণা এসেছে হিমেল আশরাফের ‘প্রিয়তমা’, শামীম আহমেদ রনির ‘বসগিরি ২’, ইফতেখার চৌধুরীর ‘লন্ডন’ এবং মাহমুদ হাসান শিকদারের ‘ম্যাগনেট’ সিনেমার।
সুপারস্টার শাকিব খানের আরও খবর :
⇒ নতুন ২ চলচ্চিত্রে শাকিব খান
⇒ শাকিব খান এখন সুস্থ, ফিরছেন শুটিংয়ে
সিয়াম আহমেদ
ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা ছিলেন সিয়াম আহমেদ। বড়পর্দায় এসে থিতু হলেন। কিন্তু জনপ্রিয়তায় এতটুকু ভাটা পড়ে নি। বরং জনপ্রিয়তা ও ক্রেজের পারদ বেড়েই চলেছে তার। বাণিজ্যিক থেকে শুরু করে ভিন্নধারা; সব ঘরানা ও জনরার ছবিতে অভিনয় করে ইতোমধ্যে নিজের জাত চিনিয়েছেন তিনি। ঢালিউডে জনপ্রিয়তার শীর্ষে নিজের জায়গা করে নিয়েছেন তিনি।
গেলো বছরে বাণিজ্যিক ধারা বেশ কিছু হিট ছবি করে আলোচনায় জায়গা করে নেন তিনি। এবারও ফেব্রুয়ারিতে ভাষা আন্দোলনের উপর নির্মিত তৌকির আহমেদের ছবি ‘ফাগুন হাওয়ায়’ অভিনয় করে সারা বছরই চর্চায় ছিলেন সিয়াম। বর্তমানে চয়নিকা চৌধুরীর ‘বিশ্বসুন্দরী’, এম এ রাহিমের ‘শান’, রায়হান রাফি পরিচালিত ‘ঈত্তেফাক’ এবং দীপংকর সেনগুপ্ত দীপনের ‘অপারেশন সুন্দরবন’ ছবিতে অভিনয় করেছেন তিনি।
এছাড়াও চুক্তিবদ্ধ হয়েছেন অমিতাভ রেজা চৌধুরীর ‘রিকশা গার্ল’, গিয়াস উদ্দিন সেলিমের ‘পাপ-পূণ্য’ এবং রায়হান রাফির ‘স্বপ্নবাজী’ সিনেমায়। খুব শিঘ্রই এগুলোর শুটিং শুরু হবে। বর্তমানে শাকিব খানের পর সিয়াম আহমেদ ঢালিউডে জনপ্রিয়তায় নিজের অবস্থান ধরে রেখেছেন বলে মনে করছেন তার ভক্তকূল।
সিয়াম আহমেদের আরও খবর :
⇒ ‘রিকশা গার্ল’ সিনেমায় শাকিবের পরিবর্তে সিয়াম
আরিফিন শুভ
সিনেমার সংখ্যা এখন কম হলেও ঢালিউডে যিনি সবসময় আলোচনায় থাকেন তিনি আরেফিন শুভ। তবে কম ছবি করলেও অভিনয় প্রতিভায় কম যান না তিনি। এ বছরের আলোচনার শীর্ষে তার নামটি উচ্চারণ হয়। বছরের শুরুর দিকে ওপার বাংলায় মুক্তি পায় তার অভিনীত রঞ্জন ঘোষ পরিচালিত সিনেমা ‘আহা রে’। সিনেমাটি ঢলিউডে তাকে বেশ জনপ্রিয় করে তোলে। দেশে গত ২৭ সেপ্টেম্বর মুক্তি পেয়েছে আরেফিন শুভ অভিনীত ছবি ‘সাপলুডু’। দর্শকপ্রিয়তায় এ সিনেমাটি ছিলো প্রথম সারিতে। একটি রাজনৈতিক থ্রিলার গল্পের সিনেমা ‘সাপলুডু’। সিনেমাটিতে সাড়া পেয়ে খুশি শুভ। ইতোমধ্যে অভিনয়ের উপর পড়াশুনা করতে আমেরিকায় গিয়েছেন তিনি। সেখান থেকে পড়াশুনা করে ফিরেছেন। সামনে নিজেকে আরও পরিণত করে হাজির করতে চান বলেও জানিয়েছেন তিনি।
‘ঢাকা অ্যাটাক’ সিনেমার জন্য শাকিব খানের সাথে যৌথভাবে ২০১৭ সালের শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার পান তিনি। ‘ঢাকা অ্যাটাক’র ব্যাপক সাফল্যের সানী সানোয়ার ও ফয়সাল আহমেদ চিত্রনায়ক শুভকে নিয়ে একই ঘরানার সিনেমা ‘মিশন এক্সট্রিম’ নির্মাণ শুরু করেন। ইতোমধ্যে অধিকাংশ শুটিং সম্পন্ন হয়েছে। বাকী আছে শেষ লটের কাজ। আগামী বছর ঈদুল ফিতরে চলচ্চিত্রটি মুক্তি পাবে বলে ঘোষণা দেয়া হয়েছে।
চিত্রনায়ক আরিফিন শুভ’র আরও খবর :
⇒ ঈদে আসছে শুভ-ঐশীর ‘মিশন এক্সট্রিম’
বাপ্পি চৌধুরী
গেলো বছরে ঢালিউডের আলোচিত চিত্রনায়কদের মধ্যে বাপ্পি চৌধুরী অন্যতম। বাণিজ্যিক ঘরানার সিনেমার ক্ষেত্রে পছন্দের তালিকায় তিনি সব সময়ই উপরের দিকে থাকেন। চলতি বছরে মুক্তি পেয়েছে তার তিনটি সিনেমা তারেক সিকদার পরিচালিত ‘দাগ হৃদয়ে’ কমল সরকারের ‘পাগলামী’ এবং শাহ আলম মন্ডলের ‘ডনগিরি’।
এছাড়া চুক্তিবদ্ধ হয়েছেন দীপংকর দীপনের ‘ঢাকা ২০৪০’ এবং সাফিউদ্দিন সাফির ‘সিক্রেট এজেন্ট’ সিনেমায়। খুব শিঘ্রই সিনেমাগুলোর শুটিং শুরু হবে বলে জানা গেছে।
বাপ্পি চৌধুরীর আরও খবর :
⇒ বাপ্পির নতুন ছবি ‘সিক্রেট এজেন্ট’, নায়িকা উষ্ণ হক
তাহসান খান
২০০৪ সাল থেকে ছোটপর্দায় অভিনয় করে আসছেন দেশের জনপ্রিয় সঙ্গীতশিল্পী তাহসান খান। এবার মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত ‘যদি একদিন’ চলচ্চিত্রের মাধ্যমে ঢালিউডে অভিষেক হয় তার। বছরজুড়েই সিনেমাটি নিয়ে ছিলো আলোচনা।
সম্প্রতি দেশের খ্যাতনামা চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর নতুন সিনেমা ‘নো ল্যান্ডস ম্যান’ যুক্ত হয়েছেন তাহসান। সিনেমায় তিনি একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন।
তাহসান খানের আরও খবর :
⇒ গায়ক থেকে নায়ক
⇒ ফারুকী-নওয়াজউদ্দিনের সাথে তাহসান
আরও আলোচনায় ছিলেন ২০১৮ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয়ী চিত্রনায়ক সাইমন সাদিক ও ফেরদৌস আহমেদ। সাইফ চন্দন পরিচালিত ‘আব্বাস’ সিনেমার কারণে চিত্রনায়ক নিরব ও রাজা চন্দ্র পরিচালিত ‘বেপরোয়া’ চলচ্চিত্রের সুবাদে জিয়াউল রোশানও ছিলেন আলোচনায়।
আরও পড়ুন : বছরের আলোচিত ঢালিউডের পাঁচ নায়িকা