বেশ কিছু দিন অসুস্থ থাকার পর এখন সুস্থ হয়েছেন ঢাকাই চলচ্চিত্রের সুপারস্টার শাকিব খান। শনিবার থেকে ফিরেছেন নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠান এসকে ফিল্মস প্রযোজিত ‘বীর’ সিনেমার শুটিংয়ে। বিষয়টি নিশ্চিত করেছেন পরিচালক কাজী হায়াত।
তিনি জানান, কিছু দিন আগে ‘বীর’ চলচ্চিত্রের শুটিংয়ে চলাকালে পেটের পীড়াজনিত রোগে আক্রান্ত হন শাকিব। ভর্তি হন রাজধানীর একটি হসপিটালে। সেখানে চিকিৎসা নেয়ার পর এখন তিনি পুরোপুরি সুস্থ। ফিরেছেন শুটিংয়ে।
ইতোমধ্যেই অসুস্থতা কাটিয়ে সুস্থ হয়ে তিনি শুটিংয়ে অংশ নিয়েছেন। আর দুইদিন শুটিং করলে ‘বীর’ সিনেমার দৃশ্যধারণের কাজ শেষ হবে বলে জানান ছবির সহ প্রযোজক মোহাম্মদ ইকবাল।
ছবিতে শাকিরের বিপরীতে আছে চিত্রনায়িকা শবনম বুবলি। এছাড়াও মিশা সওদাগর, নাদিম, সাদেক বাচ্চু, শিবা শানু, কাবিলাসহ আরও অনেকে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন। আগামী বছরের শুরুর দিকে সিনেমাটি মুক্তি পাবে বলে জানা গেছে।