জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উপর চলচ্চিত্র নির্মাণ করছেন বিশিষ্ট চিত্রনির্মাতা তানভীর মোকাম্মেল। এটি বঙ্গবন্ধুর উপর করা একটি প্রামাণ্য চলচ্চিত্র। প্রামাণ্যচিত্রের নাম ‘মধুমতী পারের মানুষটি: শেখ মুজিবুর রহমান’ ।
গত ৩১ ডিসেম্বর বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের সঙ্গে এ বিষয়ে চুক্তি স্বাক্ষর করেছেন তানভীর মোকাম্মেল। এর চিত্রগ্রহণ করবেন রাকিবুল হাসান।
প্রধান সহকারি পরিচালক হিসেবে আছেন সৈয়দ সাবাব আলী আরজু। সহকারি পরিচালক হিসেবে আছেন রানা মাসুদ ও সগীর মোস্তফা। শিল্প নির্দেশনায় আছেন উত্তম গুহ ও আবহসঙ্গীতে সৈয়দ সাবাব আলী আরজু।
আগামী মাস থেকে প্রামাণ্যচিত্রটির শুটিংয়ের কাজ শুরু হবে।
তানভীর মোকাম্মেল এর আগে বেশ কিছু মুক্তিযুদ্ধ বিষয়ক কাহিনীভিত্তিক ও প্রামাণ্য চলচ্চিত্র নির্মাণ করেছেন। দেশভাগের পটভূমিতে তিনি সর্বশেষ ‘সীমান্তরেখা’ নামের প্রামাণ্যচিত্র নির্মাণ করেছেন।