শেষ হচ্ছে সাইমন-মাহির ‘আনন্দ অশ্রু’র শুটিং, মুক্তি এপ্রিলে
প্রকাশের সময় :
নিজস্ব প্রতিবেদক :
শেষ হচ্ছে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চিত্রনায়ক সাইমন সাদিক ও চিত্রনায়িকা মাহিয়া মাহি অভিনীত ‘আনন্দ অশ্রু’ সিনেমার শুটিং। চলতি বছরের এপ্রিলে ছবিটি মুক্তি দেয়া পরিকল্পনা রয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন চলচ্চিত্রটির পরিচালক মোস্তাফিজুর রহমান মানিক।
তিনি জানান, গত বছরই তাদের দু’টি গান ছাড়া বাকি সকল সিকোয়েন্সের শুটিং সম্পন্ন হয়েছে। আগামী শনিবার (৪ জানুয়ারি) থেকে শেষ লটের তথা শুটিং শুরু হবে। চলবে টানা পাঁচ দিন।
ইমন সাহা ও শাহরিয়ার রাফাত গান দুইটির সঙ্গীত পরিচালনা করেছেন। একটি গানে শাহরিয়ার রাফাত নিজেই কণ্ঠ দিয়েছেন। অপরটি গেয়েছেন কণ্ঠশিল্পী কোনাল।
‘আনন্দ অশ্রু’ সালমান শাহ ও শাবনূর অভিনীত নব্বইয়ের দশকের একটি সাড়া জাগানো ছবি। শিবলী সাদিক পরিচালিত ওই ছবির সাথে এই ছবির কোন মিল থাকছেন না বলে নিশ্চিত করেছেন নির্মাতা মোস্তাফিজুর রহমান মানিক।
‘আনন্দ অশ্রু’ সিনেমার গল্প লিখেছেন সুদীপ্ত সাইদ খান। সংলাপ ও চিত্রনাট্য যৌথভাবে তৈরি করেছেন মোস্তাফিজুর রহমান মানিক ও আসাদ জামান।
মুক্তি প্রসঙ্গে জানতে চাইলে মোস্তাফিজুর রহমান মানিক জানান, সপ্তাহ খানেকের মধ্যে তাদের ক্যামেরা ক্লোজ হবে। জানুয়ারি মধ্যে শেষ হতে তাদের পোস্ট প্রোডাকশনের কাজ। সব কিছু ঠিক থাকলে আগামী এপ্রিলে ছবিটি মুক্তি দেয়া হবে বলে জানান এই নির্মাতা।
এতে সাইমন-মাহি ছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জয় চৌধুরী, শহিদুজ্জামান সেলিম, আলীরাজ, মারুফ আকিব, চিকন আলীসহ আরও অনেকে।