ক্যামেরা ক্লোজ হচ্ছে শাকিবের ‘বীর’ সিনেমার, মুক্তি মার্চে
প্রকাশের সময় :
নিজস্ব প্রতিবেদক :
চলছে ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান অভিনীত ও প্রযোজিত ‘বীর’ সিনেমার শেষ লটের শুটিং। আর মাত্র কয়েকদিন শুটিং করলেই ক্যামেরা ক্লোজ হবে। এর পরে শুরু হবে পোস্ট প্রোডাকশনের কাজ। বিষয়টি নিশ্চিত করেছেন নায়ক নিজেই।
তিনি জানান, ‘বীর’ একটি দেশাত্মবোধক সিনেমা। কয়েকদিনের মধ্যেই ছবির শুটিং শেষ হবে।
এদিকে এফডিসি, রাজধানী ঢাকা ও তার আশে পাশের বিভিন্ন জায়গায় চলছে শুটিং। এতে অংশ নিচ্ছেন শাকিব খান ও শবনম বুবলিসহ ছবি সংশ্লিষ্ট সকলে।
স্বনাধন্য পরিচালক কাজী হায়াতের পঞ্চাশতম সিনেমা ‘বীর’। সিনেমাটি প্রসঙ্গে কাজী হায়াত বলেন, ‘ভালো একটি দেশাত্মবোধক ছবি নির্মাণের চেষ্টা করেছি। এবার দর্শক ছবিটি দেখে মন্তব্য দেবেন। ’
মুক্তি প্রসঙ্গে জানতে চাইলে পরিচালক জানান, যেহেতু দেশাত্মবোধক সিনেমা, তাই স্বাধীনতার মাস মার্চে মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে।
গত ১২ ডিসেম্বর প্রকাশিত হয় সিনেমার ফার্স্ট লুক। এরপর থেকে ছবিটি আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। এছাড়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে উৎসর্গ করে চলচ্চিত্রটি নির্মাণ করা হচ্ছে বলে ঘোষণা দেয়া হয়েছে।
‘বীর’ সিনেমায় শাকিব-বুবলি ছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মিশা সওদাগর, নাদিমসহ আরও অনেকে।