ছোটপর্দার দুই জনপ্রিয় অভিনেতা আফরান নিশো ও জিয়াউল ফারুক অপূর্ব। সম্প্রতি জানা যায়, নির্মাতা শিহাব শাহীনের ‘যদি… কিন্তু… তবুও’ চলচ্চিত্রের অভিনয় করছেন অপূর্ব। এবার আসলো নিশোর খবর। জনপ্রিয় পরিচালক রায়হান রাফির সিনেমায় অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রে আফরান নিশো। এখনও সিনেমাটির নাম ঠিক হয় নি।
বেশ অনেকদিন ধরে গুঞ্জন শোনা যাচ্ছিলো, আফরান নিশো শিঘ্রই চলচ্চিত্রে অভিনয় করবেন। এব্যাপারে নিশোও জানিয়েছিলেন, তিনি নিজেকে সিনেমার জন্য তৈরি করছেন। কারণ যেনো-তেনো ভাবে যেকোন চলচ্চিত্রে অভিনয় করতে চান না তিনি। মানসম্মত চলচ্চিত্রে মূখ্য চরিত্রে অভিনয় করতে চান তিনি। সেজন্যই তিনি কিছুটা সময় নিচ্ছেন চলচ্চিত্রে আসার জন্য।
এবার নাম ঠিক না হওয়া রায়হান রাফির একটি ছবিতে অভিনয় করতে যাচ্ছেন নিশো। সব কিছু ঠিক থাকলে আগামী এপ্রিলে চলচ্চিত্রটির শুটিং শুরু হবে। ইতোমধ্যেই বেশ কয়েকবার বৈঠক হয়েছে তাদের। রায়হান রাফি কলকাতায় আছেন। সেখান থেকে ফিরে বাকি কাজগুলো এগিয়ে নিয়ে যাবেন।
তিনি বলেন, ‘আফরান নিশোকে নিয়ে সবাই সিনেমায় কাজ করতে চায়। আমিও চাই। এটা সত্যি যে তার সঙ্গে আমার সিনেমা নিয়ে একাধিক মিটিং হয়েছে। তবে কোন কিছুই এখনো চূড়ান্ত নয়। সে কারণে এখনই এই বাইরে অন্য কোন মন্তব্য করতে চাচ্ছি না।’
এদিকে বিষয়টি নিয়ে আফরান নিশোর সাথে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে ফোন রিসিভ হয় নি।
পরবর্তীতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে এক স্টাট্যাস দেন। সেখানে তিনি জানান, পরিচালক তাকে এই গল্প শোনার জন্য বলেছেন। তিনি তাতে সম্মতি জ্ঞাপণ করেছেন। কিন্তু এখনও তিনি গল্প শুনেন নাই। গল্প শুনবেন। তারপর তিনি সিদ্ধান্ত গ্রহণ করবেন। এই নিউজ কেন হয়েছে সেটাই তিনি বুঝতে পারছেন না ।