শুরু হলো জনপ্রিয় নির্মাতা সৈকত নাসির পরিচালিত ‘আকবর: ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা’ সিনেমার দৃশ্য ধারণ। বৃহস্পতিবার সকালে রাজধানীর এফডিসিতে সিনেমাটির ক্যামেরা ওপেন হয়। এসময় ছবির টাইটেল সংয়ের শুটিং হয় বলে জানান পরিচালক ।
সৈকত নাসির জানান, আজ (বৃহস্পতিবার) এবং কাল গানটির দৃশ্য ধারণ করা হবে। এরপর কিছুটা বিরতি নিয়ে ফেব্রুয়ারি থেকে পুরোদমে শুরু হবে শুটিং।
‘আকবর’ চলচ্চিত্রে টাইটেল সং গেয়েছেন আসিফ আকবর। গানটির গীতিকার সুদীপ কুমার দীপ। সুর করেছেন শওকত আলী ইমন।
গানটির শিরোনাম ‘হিরো বা ভিলেন যে যাই বলে, আমি তো একাই আমার দলে’। কোরিওগ্রাফ করছেন হাবিব।
এর আগে বুধবার সন্ধ্যায় এফডিসিতে সিনেমাটির মহরত অনুষ্ঠিত হয়।
সিনেমাটিতে প্রথমবারের মত জুটি বেঁধেছেন চিত্রনায়ক ইমন ও চিত্রনায়িকা ববি।
সিনেমাটি প্রসঙ্গে ইমন বলেন, ‘আকবর ছবিতে দর্শকরা আমাকে কয়েকটি আলাদা আলাদা লুকে দেখতে পাবেন। এর লুক ঠিক করার জন্য আমি কয়েকদিন আগে ভারতে গিয়েছিলাম।’
ছবিটি নিয়ে উচ্ছসিত চিত্রনায়িকা ববি। তিনি বলেন, সৈকত নাসির নির্ভরযোগ্য একজন পরিচালক। তিনি সময় বুঝে কাজ করতে জানেন। এ ছবির মাধ্যমে ইমনের সাথে প্রথম কাজ করতে যাচ্ছি। সব কিছু মিলিয়ে আমি ‘আকবর’ নিয়ে এক্সাইটেড।
এই ছবির মাধ্যমে প্রযোজনায় অভিষেক হচ্ছে সিনেহল মাল্টিমিডিয়ার। চলচ্চিত্রটির গল্প লিখেছেন রণক ইকরাম। চিত্রনাট্য লিখেছেন আবদুল্লাহ জহির বাবু। সংলাপ লিখেছেন আসাদ জামান।