শ্রোতাপ্রিয় সঙ্গীতশিল্পী ও অভিনেতা তাহসান খান জুটি বাঁধলেন দুই পর্দার জনপ্রিয় অভিনেত্রী জাকিয়া বারী মমর সাথে। নাটকের নাম ‘মিম ফ্যাশন অ্যান্ড বিউটি’। নাটকটি নির্মাণ করেছেন গুনী নাট্যনির্মাতা সাগর জাহান।
ইতোমধ্যেই নাটকটির শুটিং ও পোস্ট প্রোডাকশনের কাজ সম্পন্ন হয়েছে। শিঘ্রই এটি বেসরকারি টেলিভিশন চ্যানেল আরটিভিতে সম্প্রচারিত হবে বলে জানান নির্মাতা।
‘মিম ফ্যাশন অ্যান্ড বিউটি’ নাটক প্রসঙ্গে অভিনেতা তাহসান খান বলেন, বেশ সুন্দর গল্পের নাটক। আশা করছি, নাটকটি সবার ভালো লাগবে।
এই নাটকে অভিনয় প্রসঙ্গে অভিনেত্রী জাকিয়া বারী মম বলেন, আলাদা গল্প ও নির্মাণশৈলীর এ নাটকে কাজ করে খুব ভালো লেগেছে।
এর আগে তাহসান ও মম বেশ কিছু নাটকে অভিনয় করেছেন। যেগুলো ব্যাপক জনপ্রিয়তাও পেয়েছে। তাদের উল্লেখযোগ্য নাটকগুলোর মধ্যে স্বপ্নচুরি, নীলপরী নিলাঞ্জনা, রূপকথা এখন আর হয় না, ম্যানিকুইন মুমু, ইক্লিপস্ ইত্যাদি।