নিজস্ব প্রতিবেদক :
টেলিভিশন নাটকের জনপ্রিয় মুখ শার্লিন ফারজানা। ২০০৮ সালে ‘ইউ গট দ্যা নিউ লুক’ প্রতিযোগিতায় জয়লাভের মাধ্যমে শোবিজ অঙ্গনে পদার্পণ করেন তিনি। মিউজিক ভিডিওতে থেকে শুরু করে টেলিভিশন নাটক, টেলিফিল্ম, ওয়েব সিরিজ ও চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। এবার শার্লিন ফারজানার ‘ঊনপঞ্চাশ বাতাস’ সিনেমা মুক্তি পেতে যাচ্ছে। ফেব্রুয়ারিতে বহুল প্রতিক্ষীত এই ছবিটি মুক্তি দেয়া হবে বলে জানান নির্মাতা মাসুদ হাসান উজ্জ্বল।
তিনি জানান, ইতোমধ্যে ‘ঊনপঞ্চাশ বাতাস’ সিনেমার পোস্ট প্রোডাকশনের সকল কাজ সম্পন্ন হয়েছে। আগামী সপ্তাহে ছবিটি সেন্সর বোর্ডে জমা দেবেন তারা। চলতি বছরের ফেব্রুয়ারিতে চলচ্চিত্রটি মুক্তি পাবে।’
সিনেমাটি প্রসঙ্গে মাসুদ হাসান উজ্জ্বল বলেন, ‘শার্লিন ফারজান অভিনয়ের প্রতি অত্যন্ত যত্নবান। ‘ঊনপঞ্চাশ বাতাস’ ছবিটিতে নিরা চরিত্রে অভিনয় করছেন তিনি। তার সঙ্গে সহশিল্পী হিসেবে বড়পর্দায় অভিষেক ঘটছে ইমতিয়াজ বর্ষণের। আমি মনে করি তারকা নয়, দর্শকদের গল্পের শক্তি দেখাবে ‘ঊনপঞ্চাশ বাতাস’।’
ইতোমধ্যে শার্লিন ফারজানার বেশ কিছু নাটক জনপ্রিয়তা পেছে। তার উল্লেখযোগ্য নাটকগুলোর মধ্যে রয়েছে- ‘সহজ সরল ছেলেটা’, ‘দাস কেবিন’, ‘অচেনা মেঘের সন্ধানে’, ‘হঠাৎ তোমার জন্য’, ‘সার্টিফিকেট ফেরত’, ‘আমার লেখা তোর কাছে প্রথম চিঠি’, ‘টুকরো প্রেমের বাঁধন’, ‘দ্যা নাইট গার্ড’, ‘২২ শ্রাবণ’, ‘লাইফ অ্যান্ড ফিওনা’ প্রমূখ। সম্প্রতি টলিউডের জনপ্রিয় অভিনেতা ও পরিচালক পরমব্রত চট্টোপাধ্যায় পরিচালিত ‘ফেলুদা’ সিরিজে অভিনয় করেছেন তিনি। এছাড়াও বেশ কিছু বিজ্ঞাপণচিত্রেও কাজ করছেন।
মাসুদ হাসান উজ্জ্বল বহুমুখী প্রতিভার অধিকারী। তিনি একাধারে একজন নাট্যকার, শিল্পনির্দেশক, গীতিকবি, সুরকার, সঙ্গীত পরিচালক এবং গায়ক। ইতোমধ্যেই তিনি বেশ কিছু নাটক, টেলিছবি আর বিজ্ঞাপনচিত্র করেছেন। তবে ‘ঊনপঞ্চাশ বাতাস’ তার তার নির্মিত প্রথম চলচ্চিত্র।
তিনি নিজেই সিনেমাটির কাহিনী, সংলাপ, চিত্রনাট্য ও সঙ্গীত পরিচালনা করছেন। ছবিতে মোট পাঁচটি গান রয়েছে। এরমধ্যে একটি গেয়েছেন জনপ্রিয় ব্যান্ডদল অর্থহীনের সাইদুস সালেহীন খালেদ সুমন।