নিজস্ব প্রতিবেদক :
বহুল আলোচিত সিনেমা ‘শান’। এবার সেই আলোচনায় যোগ হলো নতুন মাত্রা। তরুণ পরিচালক এম রাহিম নির্মিত এই ‘শান’ সিনেমার গান গাইলেন বলিউডের দুই জনপ্রিয় সঙ্গীতশিল্পী আরমান মালিক ও পলক মুছাল। ইতোমধ্যেই গানটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে। সিনেমাটির পরিচালক বিষয়টি নিশ্চিত করেছেন।
‘শান’ চলচ্চিত্রে গান করতে পেরে আরমান মালিক বেশ উচ্ছ্বসিত হয়েছেন বলে জানান পরিচালক। তিনি বলেন, ‘বাংলাদেশের সিনেমার গানে কণ্ঠ দিতে পেরে আরমান খুব আনন্দিত। তার নতুন একটা ইন্ডাস্ট্রিতে যাত্রা হলো। প্রত্যাশা করেছেন এ দেশের শ্রোতারা তার গানটি গ্রহণ করবেন।’
এদিকে এক ভিডিও বার্তায় গায়ক আরমান মালিক গানটিতে কণ্ঠ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। মঙ্গলবার (২১ জানুয়ারি) প্রযোজনা সংস্থা জাজ মাল্টিমিডিয়ার অফিসিয়াল ফেসবুক ভিডিওটি পোস্ট করা হয়।
ভিডিও বার্তায় আরমান বলেন, কিছুক্ষণ আগে খুব সুন্দর একটি বাংলা গানে কণ্ঠ দিয়েছি। গানটির শিরোনাম ‘দেখলে তোমাকে’। এটি ‘শান’ মুভির গান। ছবিটি পরিচালনা করেছেন এম এ রাহিম। গানটি করতে পেরে আমি খুব আনন্দিত।
‘দেখলে তোমাকে’ গানটির মাধ্যমে প্রথমবারের মতো বাংলাদেশের সিনেমার গানে কণ্ঠ দিলেন এই জনপ্রিয় বলিউড গায়ক। প্রসেনের কথায় গানটির সুর ও সঙ্গীতায়োজন করেছেন আহমেদ হুমায়ূন।
ভারতের মুম্বাইয়ের একটি স্টুডিওতে গানটির রেকর্ডিং করা হয়েছে। এতে আরমানের সাথে দ্বৈত কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় বলিউডের গায়িকা পলক মুছাল।
‘শান’ সিনেমায় মুখ্য চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় চিত্রনায়ক সিয়াম আহমেদ ও চিত্রনায়িকা পূজা চেরি। এছাড়াও বিভিন্ন চরিত্রে তাসকিন রহমান, চম্পা, অরুণা বিশ্বাস, ডনসহ আরও অনেকে অভিনয় করেছেন ।
সিয়াম আহমেদের আরও খবর :
⇒ সিয়াম-মীমকে নিয়ে রায়হান রাফির নতুন সিনেমা ‘ইত্তেফাক’
⇒ সিয়াম-অবন্তীর বিয়ে : ৭ বছর প্রেমের শুভ পরিণয়
⇒ ব্যতিক্রমী প্রচারণায় ‘বিশ্বসুন্দরী’
কুইক মাল্টিমিডিয়া প্রযোজিত এই ছবির গল্প লিখেছেন আজাদ খান। পরিবেশনায় থাকছে দেশের প্রভাবশালী প্রযোজনা সংস্থা জাজ মাল্টিমিডিয়া।
চলচ্চিত্রটির অর্ধেকের বেশি শুটিং ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। সব কিছু ঠিক থাকলে আগামী ঈদুল ফিতরে সিনেমাটি মুক্তি পাবে বলে জানিয়েছেন সিনেমা সংশ্লিষ্টরা।