প্রতিবছর ২৬ জানুয়ারি বিশ্বব্যাপী পালিত হয় আন্তর্জাতিক কাস্টমস দিবস। এ উপলক্ষে গত দুই বছর বেসরকারি টিভি চ্যানেল আইতে প্রচারিত হয়েছে ‘স্বর্ণমানব’ ও ‘স্বর্ণমানব ২’ নাটক। সেই ধারাবাহিকতায় এই বছর একই দিনে আসছে মোশাররফ-তিশার ‘স্বর্ণমানব ৩’।
বরাবরের মত কাস্টমস ইন্টেলিজেন্স অ্যান্ড ইনভেস্টিগেশনের মহাপরিচালক ড. মইনুল খানের রচনা, চিত্রনাট্য ও সার্বিক নির্দেশনায় টেলিফিল্মটি নির্মিত হচ্ছে। এবারও এটি পরিচালনা করেছেন আবু হায়াত মাহমুদ।
২০১৮ সালে শাহরিয়ার মাহমুদের চিত্রনাট্যে নির্মিত হয় ‘স্বর্ণমানব’। এতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম। তার বিপরীতে ছিলেন হালে জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী।
‘স্বর্ণমানব’ নাটকের সাফল্যের পর ২০১৯ সালে নির্মিত হয় ‘স্বর্ণমানব ২’। এতে প্রধান চরিত্রে অভিনয় করেন জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী। সাথে ছিলেন অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা।
এবারের গল্পও স্বর্ণচোরাকারবারি নিয়ে। তবে এবারের গল্পে কিছুটা ভিন্নতা রয়েছে। এবছর আবারও ‘স্বর্ণমানব ৩’ টেলিফিল্মে অভিনয় করেছেন মোশাররফ করিম। এবারও থাকছেন তিশা। এছাড়াও এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন অপর্ণা ঘোষ, আফরান আহমেদ, সুজাত শিমুলসহ আরও অনেকে।
আগামী রবিবার (২৬ জানুয়ারি) রাত সাতটা পঞ্চাশ মিনিটে চ্যানেল আইতে এই বিশেষ টেলিফিল্মটি প্রচারিত হবে পরিচালক। তিনি মনে করেন জনপ্রিয়তায় এটিও আগের দু’টিকে ছাড়িয়ে যাবে।