একজন মা ও তার হারিয়ে যাওয়া সন্তান। একজন আত্মদ্বন্ধে আবিষ্ট পুলিশ অফিসার ও একটি ডিপার্টমেন্ট। এক ডিস্টোপিয়ান সময়। এই তিনের সমন্বয়ে গড়ে উঠেছে একটি প্রেক্ষাপট। এই প্রেক্ষাপটে প্রযোজনা ভিত্তিক নাট্যদল ‘তাড়ুয়া’ নিয়ে এলো নাটক লেট মি আউট (LET ME OUT)। নাটকটি লিখেছেন রুনা কাঞ্চন, নির্দেশনা দিয়েছেন বাকার বকুল।
আগামী ২৮ জানুয়ারি মঙ্গলবার সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে এ নাটকের ১২তম মঞ্চায়ন হবে। নাটকটি মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের একটি সত্য ঘটনা অবলম্বনে নির্মিত। ক্রিস্টিন কলিন্সের সাক্ষাৎকার, দ্যা রোড আউট অব হেল ও নাথিং ইজ স্ট্রেঞ্জ উইথ ইউ নামের দুটি বই ও চ্যঞ্জলিং সিনেমার বিষয় থেকে নাটকের প্রেক্ষাপট নেওয়া হযেছে।
১৯২৮ সালের লস এ্যাঞ্জেলস্ পুলিশ ডিপার্টমেন্ট (LAPD)। যাদের রয়েছে স্পেশাল ফোর্স ‘গান স্কোয়াড’। এমন এক পুলিশ ডিপার্টমেন্টের বিরুদ্ধে ক্রিস্টিন কলিন্স নামে এক মায়ের অভিযোগের উপর ভিত্তি করে গড়ে উঠেছে নাটকের গল্প। মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের একটি সত্য ঘটনা অবলম্বনে এটি রচিত। ক্রিস্টিন কলিন্সের সাক্ষাৎকার, একটি বই ও একটি সিনেমা— এই তিনটি বিষয় থেকে উপরোক্ত ঘটনার প্রেক্ষাপটে নাটকটি রচনা করেছেন নাট্যকার।
নয় বছরের ছেলে ওয়াল্টার কলিন্সকে হারিয়ে পুলিশ ডিপার্টমেন্টের দারস্থ হয়। ক্রিস্টিন কলিন্স ফিরে পেতে চায় তার প্রকৃত সন্তানকে। কিন্তু প্রশাসনিক সিস্টেমের জটিলতায় অসহায় হয়ে পড়ে ক্রিস্টিন। এদিকে বিচার বহির্ভুত হত্যার ভয়াবহতায় মানসিক ট্রমার মধ্য দিয়ে যেতে থাকা এক পুলিশ অফিসার আত্মদ্বন্দে ভোগে। লস এঞ্জেলেস এর নাগরিক জীবন ক্রমেই ভয়াবহ হয়ে ওঠে। শহরের শান্তি ফিরিয়ে আনতে প্রোটেস্ট্যান্ট গীর্জার ফাদার মিসেস ক্রিস্টিন কলিন্স এর পাশে দাঁড়ায়।
নাটকটির সহকারী নির্দেশক ও প্রযোজনার সমন্বয়ক ইসতিয়াক হোসাইন। মঞ্চ ও আলোক পরিকল্পনায় রয়েছে আসলাম অরণ্য। সঙ্গীত পরিকল্পনায় আছেন রবিউল ইসলাম শশি ও ইসমাইল পাটোয়ারী। পোশাক পরিকল্পনায় শাহনাজ জাহান ও কোরিওগ্রাফি ফরহাদ শামীম।