চলছে বাপ্পি-উষ্ণর ‘সিক্রেট এজেন্ট’ চলচ্চিত্রের শুটিং
প্রকাশের সময় :
নিজস্ব প্রতিবেদক :
গত ৬ ডিসেম্বর ছিলো চিত্রনায়ক বাপ্পি চৌধুরীর জন্মদিন। নিজ জন্মদিনে তিনি চুক্তিবদ্ধ হন ‘সিক্রেট এজেন্ট’ নামে একটি চলচ্চিত্রে। তার বিপরীতে যুক্ত হন নবাগত উষ্ণ হক। রোববার থেকে শুরু হয় সিনেমাটির দৃশ্যধারণ। রাজধানীর এফডিসিতে চলছে বাপ্পি-উষ্ণর ‘সিক্রেট এজেন্ট’ চলচ্চিত্রের প্রথম লটের শুটিং। বিষয়টি নিশ্চিত করেছেন ছবির পরিচালক সাফিউদ্দিন সাফি।
‘সিক্রেট এজেন্ট’ সাফিউদ্দিন সাফির পঁচিশতম সিনেমা। ২৫তম ছবি পরিচালনা করতে পারায় নিজেকে সৌভাগ্যবান করেছেন তিনি। এজন্য এই ছবির প্রযোজকসহ বাকি সব প্রযোজকদের প্রতি তিনি কৃতজ্ঞতা জানান।
চলচ্চিত্রটি প্রসঙ্গে এই নির্মাতা জানান, রোববার থেকে সিনেমাটির চিত্রধারণ শুরু হয়েছে। দ্রুত সময়ের মধ্যে তারা কাজটি শেষ করতে পারবেন বলে আশা প্রকাশ করেন। পাশাপাশি ‘সিক্রেট এজেন্ট’ দর্শকদের মন জয় করতে সক্ষম হবে বিশ্বাস করেন পরিচালক।
থ্রিলার গল্পের এই সিনেমায় বাপ্পি নতুন লুকে হাজির হবে বলেও জানান তিনি।
সিনেমাটি প্রসঙ্গে চিত্রনায়ক বাপ্পি চৌধুরী বলেন, ‘সিক্রেট এজেন্ট’ সিনেমার দৃশ্যধারণের মাধ্যমে এ বছর আমার শুটিং হলো। সাফি ভাইয়ের নির্মাণ নিয়ে নতুন করে কিছু বলার নেই। ছবিটির গল্পটিও দারুন। থ্রিলার স্বাদ পাবেন দর্শকরা।’
নবাগত উষ্ণ হক বলেন, ‘সাফি ভাইয়ের মতো একজন গুণী পরিচালকের সঙ্গে কাজ করতে খুব ভালো লাগছে। এটা আমার জন্য বড় একটি অর্জন। বাপ্পী চৌধুরী দেশের একজন জনপ্রিয় নায়ক। আশা করছি, আমাদের জুটি দর্শকরা গ্রহণ করবে।’
সম্প্রতি জনপ্রিয় নির্মাতা ইফতেখার চৌধুরী ‘যুদ্ধ’ চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হয়েছেন বাপ্পী। এতে তার বিপরীতে আছেন চিত্রনায়িকা ইয়ামিন হক ববি। সেন্সর পেয়েছে বাপ্পী-অপু অভিনীত ও দেবাশীষ বিশ্বাস পরিচালিত ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’। এছাড়াও দীপংকর দীপনের ‘ঢাকা ২০৪০’ চলচ্চিত্রের দ্বিতীয় লটের দৃশ্যধারণ শুরুর প্রস্তুতি চলছে।