২০১৮ সালের সেপ্টেম্বরে মহাসমারহে নঈম ইমতিয়াজ নেয়ামূল পরিচালিত ‘গাঙচিল’ সিনেমার মহরত অনুষ্ঠিত হয়। প্রায় দেড় বছর পর আগামী ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে শেষ হচ্ছে ‘গাঙচিল’ চলচ্চিত্রের শুটিং । ঈদুল ফিতরে ছবিটি মুক্তি দেয়া পরিকল্পনা রয়েছে বলে জানান নির্মাতা।
নঈম ইমতিয়াজ নেয়ামূল জানান, ইতোমধ্যেই সিনেমার অধিকাংশ দৃশ্য ধারণ শেষ হয়েছে। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে শেষ লটের শুটিং হবে। এরপরে শুরু হবে ডাবিং এবং সম্পাদনার কাজ।
মুক্তি প্রসঙ্গে তিনি জানান, আসন্ন ঈদুল ফিতরে ‘গাঙচিল’ মুক্তি দেয়ার পরিকল্পনা রয়েছে তাদের। সে লক্ষ্যকে সামনে রেখেই তারা কাজ করে যাচ্ছেন।
‘গাঙচিল’ সিনেমার মাধ্যমে দীর্ঘদিন আবার জুটি বেঁধে অভিনয় করছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী দুই তারকা, জনপ্রিয় চিত্রনায়ক ফেরদৌস ও চিত্রনায়িকা পূর্ণিমা। ছবিটিতে ফেরদৌস সাংবাদিক চরিত্রে অভিনয় করছেন। এনজিও কর্মীর চরিত্রে অভিনয় করছেন পূর্ণিমা।
ফেরদৌস-পূর্ণিমা ছাড়া এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন টলিউডের ঋতুপর্ণা সেনগুপ্ত, বাংলাদেশের আনিসুর রহমান মিলন, তারিক আনাম খান, আহসানুল হক মিনুসহ আরও অনেকে।
ছবিটি সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের উপন্যাস অবলম্বনে নির্মিত হচ্ছে। এর চিত্রনাট্য লিখেছেন মারুফ রেহমান ও প্রিয় চট্টোপাধ্যায়। প্রযোজনা করছে ইচ্ছেমত এবং নুজহাত ফিল্মস।