চলচ্চিত্র নির্মাতা শফিউল আযম শফিক নির্মাণ করেছেন মুক্তিযুদ্ধভিত্তিক সিনেমা ‘উদীয়মান সূর্য’ । শুটিং শেষে ছবিটি এখন সম্পাদনার টেবিলে। আগামী মার্চ-এপ্রিলে ছবিটি মুক্তি দেওয়ার পরিকল্পনা আছে বলে জানিয়েছেন পরিচালক।
গাজীপুর ও শরীয়তপুরের বিভিন্ন মনোরম লোকেশনে ছবিটির শুটিং করা হয়। ছবিটির কাহিনি, সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন পরিচালক নিজেই।
জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত আমিরুল ইসলাম সিনেমার শিল্প নির্দেশনা, কস্টিউম ডিজাইন ও প্রপস বিভাগে আছেন। সিনেমার চিত্রগ্রহণ করেছেন খোরশেদ আলম চৌধুরী ও এ আর খোকন। সম্পাদনায় আছেন আব্দুর রহিম।
লিনেট ফিল্মস’র প্রযোজনায় ছবিটিতে প্রধান চরিত্রে অভিনয় করছেন সাদমান সামীর ও তুলি রহমান। ছবিটিতে আরও অভিনয় করেছেন আমিরুল ইসলাম, আনোয়ার সিরাজী, গুলশান আরা পপি, জুলফিকার চঞ্চলসহ আরও অনেকে।
ছবিটি প্রসঙ্গে নির্মাতা শফিউল আযম শফিক কালচারাল ইয়ার্ডকে বলেন, ‘মুসলিম হিন্দু যাই বলো আমরা মানুষ এবং বাঙালি’ এই শ্লোগান সামনে রেখে সিনেমাটি নির্মাণ করা হয়েছে। সেই সাথে সাম্প্রদায়িকতা ভুলে সকলকে এক প্লাটফর্মে আনার চেষ্টা করেছি এ ছবিতে। এটি মুক্তিযুদ্ধের সিনেমা হলেও এর মধ্যে একটা লাভ স্টোরি আছে। এখানে হিন্দু মুসলিম কনফ্লিক্ট আছে। নায়িকা হিন্দু থাকে আর নায়ক মুসলমান থাকে। কেউ কারও ধর্ম সেক্রিফাইস করে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে রাজি হয় না। এভাবে গল্পটা এগুতে থাকে। এক সময় নায়িকাটা রোগে আক্রান্ত হয়ে মারা যায়।
তিনি জানান, এছাড়া পাকিস্তানীরা ইসলামের নামে আমাদের উপর যে নির্যাতন করেছিলো। এই নির্যাতনে মুসলমানরাও আছে। তারা হিন্দুদের ঘরবাড়ি পুঁড়িয়ে দিয়েছিলো। এই ছবিটা দেখার পর মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি আবারও মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে উঠবে। নতুন প্রজন্ম এই ছবিটা দেখার পর মুক্তিযুদ্ধ সম্পর্কে নতুন ধারণা পাবে।
তিনি বলেন, ভাল সিনেমা নির্মাণের জন্য প্রয়োজন একটা ভাল টিম ওয়ার্ক। আমার সাথেও রয়েছে তরুণ ও মেধাবীদের সমন্বয়ে গঠিত একটি ভাল টিম ও আন্তর্জাতিক চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত ব্যক্তিত্ব, যাদের কঠোর পরিশ্রমে শেষ হলো সিনেমাটির শুটিং কার্যক্রম।