সত্য ঘটনা অবলম্বনে নির্মাণ করা হয়েছে রায়হান রাফির তৃতীয় চলচ্চিত্র ‘পরাণ’। এমন কথাই বলা হয়েছে প্রকাশিত টিজারে। টিজার দেখে অনেকে ধারণা করছেন ছবিটি বরগুনার রিফাত-মিন্নির ঘটনাকে কেন্দ্র করে নির্মিত হয়েছে। যদিও নির্মাতা এ ব্যাপারে কিছুই বলেন নি।
সোমবার (৩ ফেব্রুয়ারি) ছবিটির টিজার প্রকাশ করা হয়। টিজারে দেখা যায় একটি রোমান্টিক ত্রিভুজ প্রেমের গল্প এটি। এতে রয়েছে প্রেম ও প্রেমের কারণে খুনের বিষয়টি। সিনেমার কেন্দ্রবিন্দুতে রয়েছে নায়িকা চরিত্র। এই চরিত্রকে কেন্দ্র করে আরও দু’টি নায়ক চরিত্র।
এ বিষয়ে পরিচালক রায়হান রাফি জানান, একটি মেয়েকে দু’টি ছেলেই ভালোবাসে। আমাদের চারপাশে এমন হরহামেশাই দেখা যায়। বা একজন ছেলের দু’টো মেয়ের সঙ্গে প্রেম থাকে। ‘পরাণ’ ছবির গল্প সরাসরি রিফাত-মিন্নির ঘটনা নিয়ে নির্মিত নয় তবে বাস্তব কোন ঘটনা থেকে অনুপ্রাণিত বলে জানান নির্মাতা। তবে কোন ঘটনা থেকে অনুপ্রাণিত সেটি ছবি মুক্তির আগে জানাতে চান না তিনি।
ছবিটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন শরিফুল রাজ, বিদ্যা সিনহা মিম ও ইয়াশ রোহান। ছবির চিত্রগ্রহণ করেছেন মিছিল সাহা। চিত্রনাট্য করেছেন শাহ্জাহান সৌরভ ও রায়হান রাফি। সঙ্গীত পরিচালনায় ছিলেন নাভেদ পারভেজ ও ইমন চৌধুরী।
সিনেমাটি প্রযোজনা করেছে লাইভ টেকনোলজিস। ছবিটি ভালোবাসা দিবসে মুক্তি দেওয়ার কথা থাকলেও সেটি এখন হচ্ছে না। সিনেমাটি মার্চ-এপ্রিলে মুক্তি পেতে পারে বলে জানা গেছে।