নিজস্ব প্রতিবেদক :
গত ২ ফেব্রুয়ারি লন্ডনে বসেছিলো ৭৩তম বৃটিশ অ্যাকাডেমি ফিল্ম অ্যাওয়ার্ডসের আসর। রয়েল আলবার্ট হলে আয়োজিত এবারের বাফটা অ্যাওয়ার্ডসের সেরা সিনেমা ‘১৯১৭’ । সিনেমাটি সেরা পরিচালকসহ সর্বোচ্চ আটটি বিভাগে পুরস্কার জেতে।
সিনেমা ‘১৯১৭’ এর জন্য সেরা নির্মাতা হয়েছেন স্যাম ম্যান্ডেস। এছাড়া ছবিটি সেরা সিনেমাটোগ্রাফার, সেরা স্পেশাল ভিজ্যুয়াল ইফেক্টস, সেরা বিশেষ আবহ, সেরা শিল্প নির্দেশনা ও শব্দ পরিকল্পনা বিভাগে পুরস্কার জেতে।
এদিকে সেরা বিদেশী ভাষার সিনেমা ও সেরা মৌলিক চিত্রনাট্য বিভাগে পুরস্কার জিতেছে ‘বং জুন হো’র ‘প্যারাসাইট’ ছবিটি।
‘জোকার’ সিনেমাটি মনোনয়নে এগিয়ে থাকলেও মাত্র তিনটি পুরস্কার জিতেছে ছবিটি। সেরা মৌলিক সুর বিভাগে হিলডুর ও সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন জোয়াকুইন ফোনিক্স।
জুডি সিনেমার জন্য সেরা অভিনেত্রী হয়েছেন রেনে জেলওয়েগার। সেরা রাইজিং স্টার হয়েছেন মাইকেল ওয়ার্ড, ওয়ান্স আপন আ টাইম ইন হলিউড সিনেমার জন্য সেরা পার্শ্ব অভিনেতা হয়েছেন ব্র্যাড পিট। ম্যারিজ স্টোরি সিনেমার জন্য সেরা পার্শ্ব অভিনেত্রী লনা ডের্ন।
এদিকে আরও যারা হয়েছেন: সেরা অ্যাডাপ্টেড চিত্রনাট্য টাইকা ওয়েটিটি (জোজো র্যাবিট) , সেরা ডকুমেন্টারি ফর সামা, সেরা ব্রিটিশ স্বল্পদৈর্ঘ্য অ্যানিমেশন গ্র্যান্ডাড ওয়াজ অ্যা রোম্যান্টিক, সেরা ব্রিটিশ স্বল্পদৈর্ঘ্য সিনেমা ইফ ইউ আর অ্যা গার্ল, সেরা অ্যানিমেটেড সিনেমা ক্লাউস, সেরা পোশাক পরিকল্পনা জ্যাকলিন ডুরান (লিটল ওমেন), সেরা সম্পাদনা অ্যান্ড্রু বাকল্যান্ড ও মাইকেল ম্যাককাস্কের (লে ম্যানস ’৬৬), সেরা রূপ ও চুলসজ্জা: বোম্বশেল
আউটস্ট্যান্ডিং ব্রিটিশ সিনেমা হয়েছে ব্রুকলিন ও আউটস্ট্যান্ডিং নতুন ব্রিটিশ লেখক, পরিচালক/প্রযোজক : মার্ক জেনকিন, কেট বাইয়ার্স, লিন ওয়েইট (বেইট)।
⇒ ‘১৯১৭’ সিনেমার অফিসিয়াল ট্রেলার