নিজস্ব প্রতিবেদক :
পর্দায় আসছে ফাখরুল আরেফিন খানের দ্বিতীয় সিনেমা ‘গণ্ডি’। এতে মূখ্য চরিত্রে অভিনয় করছেন টলিউডের সব্যসাচী চক্রবর্তী এবং ঢালিউডের সুবর্ণা মুস্তাফা। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) ঢাকাসহ সারাদেশের বারো প্রেক্ষাগৃহে সব্যসাচী-সুবর্ণার ‘গণ্ডি’ মুক্তি পাচ্ছে। বিষয়টি নিশ্চিত করেছেন পরিচালক নিজেই।
চলচ্চিত্রটি প্রসঙ্গে ‘ভুবন মাঝি’ খ্যাত ফাখরুল আরেফিন খান জানান, ‘গণ্ডি’ রোমান্টিক কমেডি ঘরানার একটি সিনেমা। এটি অবসরে থাকা ৫৫ এবং ৬৫ বছর বয়সী দু’জন নারী পুরুষের বন্ধুত্বে গল্প। এই বন্ধুত্বকে ঘিরে পরিবার ও সমাজের নানা দৃষ্টিভঙ্গি উঠে আসবে ছবিতে।
সব্যসাচী-সুবর্ণার ছাড়াও এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মাজনুন মিজান, শুভাশীষ ভৌমিক, অপর্ণা ঘোষ, পায়েল মুখার্জি, আমান রেজাসহ আরও অনেকে।
ছবিটি প্রযোজনা করেছে গড়াই ফিল্মস। এই সিনেমায় তিনটি গান রয়েছে। এগুলো গেয়েছেন দ্বীপ ও রূপঙ্কর। এর আবহ সঙ্গীত করছেন পশ্চিমবঙ্গের প্রখ্যাত সঙ্গীতব্যাক্তিত্ব দেবজ্যোতি মিশ্র।
‘গণ্ডি’ চলচ্চিত্র যে সব হলে মুক্তি পাচ্ছে- স্টার সিনেপেক্স (ঢাকা), ব্লকবাস্টার সিনেমাস (ঢাকা), বলাকা (ঢাকা), শ্যামলী (ঢাকা), মধুমিতা (ঢাকা), সিলভার স্ক্রিন সিনেপ্লেক্স (চট্টগ্রাম), লিবার্টি সিনেপ্লেক্স (খুলনা), নন্দিতা (সিলেট), স্টার সিনেপেক্স (কক্সবাজার), স্টার সিনেপেক্স (নারায়ণগঞ্জ), সোনিয়া (বগুড়া) এবং বনলতা (ফরিদপুর)।
ফাখরুল আরেফিন খানের প্রথম সিনেমা ‘ভুবন মাঝি’। এটি মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে নির্মিত। ১৯৭০ সাল থেকে ২০১৩ সালের কিছু সত্য ঘটনার ওপর ভিত্তি করে ছবিটি নির্মিত হয়। চলচ্চিত্রটি মুক্তি পায় ২০১৭ সালে।
⇒ ‘গণ্ডি’ সিনেমার অফিসিয়াল ট্রেলার