নিজস্ব প্রতিবেদক :
প্রকাশিত হলো ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খানের বীর সিনেমার ট্রেলার । শনিবার সন্ধ্যায় এসকে ফিল্মসের ইউটিউব চ্যানেলে এটি প্রকাশ করা হয়। অভিনয়ের পাশাপাশি এই চলচ্চিত্রটি প্রযোজনাও করছেন শাকিব।
গত বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সিনেমাটির প্রথম গান প্রকাশ করা হয়। গানটির শিরোনাম ‘তুমি আমার জীবন’। এতে কণ্ঠ দিয়েছেন ইমরান ও কনা।
সম্প্রতি সিনেমাটি বিনা কর্তনে সেন্সরের ছাড়পত্র লাভ করেছে। আগামী ১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবসে উপলক্ষে শতাধিক হলে শাকিবের ‘বীর’ মুক্তি পাচ্ছে।
শাকিব খানের আরও খবর :
⇒ নতুন বছরও হতে যাচ্ছে শাকিবময়
⇒ ভালোবাসা দিবসে শতাধিক হলে শাকিবের ‘বীর’
‘বীর’ সিনেমাটি পরিচালনা করেছেন গুনী পরিচালক কাজী হায়াত। এটি তার পঞ্চাশতম সিনেমা। ছবিটি প্রসঙ্গে তিনি বলেন, ‘ভালো একটি দেশাত্মবোধক ছবি নির্মাণের চেষ্টা করেছি। এবার দর্শক ছবিটি দেখে মন্তব্য দেবেন। ’
সিনেমার একটি গানে কণ্ঠ দিয়েছেন শাকিব খান নিজেই। জনপ্রিয় তরুণ গীতিকার ফয়সাল রাব্বিকীন লেখা একটি কাওয়ালী ঘরানার গানও আছে এতে। গানটিতে কণ্ঠ দিয়েছেন আকাশ মাহমুদ।
সিনেমার সঙ্গীত পরিচালনা করেছেন শওকত আলী ইমন, আকাশ ও সাগির। আবাহ সঙ্গীত করেছেন ইমন সাহা।
বহুল আলোচিত এই সিনেমায় শাকিবের বিপরীতে অভিনয় করছেন চিত্রনায়িকা শবনম বুবলি। এছাড়াও মিশা সওদাগর, সাদেক বাচ্চু, শবনম পারভীন, শাজনীন (নবাগত), নানা শাহ, হাবিব খান, শিবা শানু, ডন, নাদিম, সোহেল খান, জ্যাকি আলমগীর, আমিন সরকার, কমল পাটেকারসহ আরও অনেকে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন। অতিথী চরিত্রে সাংবাদিক শাবান মাহমুদ, পরিচালক কাজী হায়াত ও শিশু শিল্পী সুনান অভিনয় করেন।
আরও পড়ুন : বীরশ্রেষ্ঠদের নিয়ে সিনেমা, থাকছেন শাকিব খান
গত ১২ ডিসেম্বর প্রকাশিত হয় সিনেমার ফার্স্ট লুক। এরপর থেকে ছবিটি আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। এছাড়াও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে উৎসর্গ করে সিনেমাটি নির্মাণ করা হচ্ছে বলে ঘোষণা দেয়া হয়েছে।
⇒ ‘বীর’ সিনেমার ট্রেলার