নিজস্ব প্রতিবেদক :
ঈদুল আযহায় আসছে অনন্ত জলিলের ‘দ্বীন-দ্য ডে’। তার অভিনীত সর্বশেষ সিনেমা ছিলো ‘মোস্টওয়েলকাম ২’। দীর্ঘ ছয় বছর পর এই চলচ্চিত্রের মাধ্যমে পর্দায় ফিরছেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন অনন্ত জলিল নিজেই।
অনন্ত জলিল জানান, ইসলাম যে জঙ্গিবাদ সমর্থন করে না, এই সিনেমার মাধ্যমে তা তুলে ধরা হবে।
‘দ্বীন-দ্য ডে’ প্রসঙ্গে অনন্ত জলিল বলেন, ব্যাংক থেকে মোটা অংকের টাকা চুরি হয়। ওইটা উদ্ধার করতে পুলিশ ব্যর্থ হন। তারপর সরকারি নির্দেশে সোয়াত অফিসার ডাকাতদের কাছ থেকে টাকাগুলো উদ্ধার করে। ওই সোয়াত অফিসারের ভূমিকায় আমি অভিনয় করছি।
তিনি আরও বলেন, এই সিনেমার মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশে মুসলমানদের ওপর যে নির্যাতন হচ্ছে, আদম পাচার হচ্ছে, মাদকের আধিপত্য-চোরাচালান সবকিছুই তুলে ধরা হবে।
এ সংক্রান্ত আরও খবর
⇒ ‘দিন-দ্য ডে’র শুটিংয়ে ঢাকায় ইরানি নির্মাতা
চলচ্চিত্রটি বাংলাদেশ-ইরানের যৌথ প্রযোজনায় নির্মিত হচ্ছে। অনন্তের প্রযোজনা প্রতিষ্ঠান মুনসুন ফিল্মস ও ইরানের ফারাবি সিনেমা ‘দ্বীন-দ্য ডে’র প্রযোজক হিসেবে থাকছে। ইরানি পরিচালক মুর্তজা অতাশ জমজমের সঙ্গে পরিচালনাও করছেন অনন্ত।
অনন্তের কাহিনী অবলম্বনে ছবিটির চিত্রনাট্য করেছেন ছটকু আহমেদ। এতে অনন্ত একজন সোয়াত অফিসারের ভূমিকায় অভিনয় করেছেন। তার বিপরীতে অভিনয় করেছেন আফিয়া নুসরাত বর্ষা।
আরও পড়ুন : অনন্ত-বর্ষার বিবাহিত জীবনের আট বছর
ছবিতে আরও অভিনয় করবেন নবাগত সুমন ফারুক, সজিব, নিক্সন থাকছেন। পাশাপাশি এই সিনেমায় লেবানন ও ইরানের বেশ কয়েকজন জনপ্রিয় অভিনেতা-অভিনেত্রীও কাজ করছেন।
‘দ্বীন-দ্য ডে’ সিনেমার অধিকাংশ শুটিং হয়েছে বাংলাদেশ ও ইরানে। এছাড়া কিছু শুটিং হয়েছে আফগানিস্তান, মরক্কো ও তুরস্কে।