নিজস্ব প্রতিবেদক :
বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা সৌমিত্র চট্ট্রোপাধ্যায়ের জীবনী নিয়ে তৈরি হচ্ছে সিনেমা ‘অভিযান’। যে ছবিতে সৌমিত্র নিজেই নিজের চরিত্রে অভিনয় করছেন। ছবিটি পরিচালক পরমব্রত চট্টোপাধ্যায়। ছবিটি লিখেছেন পরমব্রত নিজেই। তাঁর সঙ্গে ছবিটির চিত্রনাট্যে ছিলেন পদ্মনাভ দাসগুপ্ত ও ড. শুভ সেন।
জানা গেছে, ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ থেকেই ছবিটির শুটিং শুরু হয়েছে। এই ছবিটি করার কথা অবশ্য অনেক আগেই জানা গিয়েছিল। এবার শুটিংয়ের নানা অভিজ্ঞতার কথা শেয়ার করলেন পরমব্রত চট্টোপাধ্যায়।
এ বিষয়ে ছবিটির পরিচালক পরমব্রত চট্টোপাধ্যায় বলছেন, ‘নিজের জীবনকে বাইরে থেকে দেখে নিজের চরিত্রে অভিনয় করছেন সৌমিত্র। এই বিষয়টি খু্বই ইন্টারেস্টিং আমার কাছে।’
এই ছবিতে সৌমিত্রের যুবক বয়সের চরিত্রে অভিনয় করছেন যীশু সেনগুপ্ত। এ বিষয়ে পরমব্রত বলেন, সৌমিত্র তাঁর অল্প বয়সটা করার কথা যাদের দিয়ে করার কথা বলেছিলেন তাদের মধ্যে যীশুর নামটাও ছিলো। শেষে যীশু এই ক্যারেক্টারটা করছেন বলে তিনি খুব খুশি হয়েছেন। যীশু খুব সুন্দরভাবে সৌমিত্রের ক্যারেক্টারটা করতে পারবেন বলে মনে করছেন।
তিনি বলেন, যীশু ও সৌমিত্র দুটি আলাদা মানুষ। তাই দু’জনের জীবনদর্শন ও জীবনবোধও আলাদা। কিন্তু সৌমিত্রের জীবনবোধটা এখন বোঝার চেষ্টা করছেন যীশু।
তিনি জানালেন শুটিংয়ে ও শুটিংয়ের বাইরে সৌমিত্র চট্টোপাধ্যায়ের একটাই আবদার থাকে। সেটা হচ্ছে আড্ডা। অনেক সময় নিজেই আড্ডা দিতে দিতে বুঝতে পারেন এবার উঠতে হবে।
ছবিটিতে সৌমিত্রের স্ত্রীর চরিত্রে অভিনয় করছেন ডলি বসু। এ বিষয়ে ডলি বসু বলেন, এই ছবির প্রত্যেক টিম মেম্বার এত প্যাশন নিয়ে, এত জানপ্রাণ দিয়ে কাজ করছে। এই টিমটা সত্যিই অসাধারণ।
জানা গেছে, ছবিটিতে সূচিত্রা সেনের চরিত্রে অভিনয় করছেন পাওলি দাম। আর কিংবদন্তি চলচ্চিত্র পরিচালক সত্যজিৎ রায়ের চরিত্রে অভিনয় করছেন আলোচিত নির্মাতা কৌশিক মুখার্জি (কিউ)। এছাড়াও মাধবী মুখোপাধ্যায়ের ভূমিকায় সোহিনি সরকার ও রবি ঘোষের চরিত্রে রুদ্রনীল ঘোষ অভিনয় করছেন বলে জানা গেছে।
১৯৫৯ সালে সত্যজিৎ রায়ের অপু ট্রিলজির সিনেমা ‘অপুর সংসার’ দিয়ে অভিনয় জীবন শুরু করেছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায়। অভিনয় জীবনে তিনি পদ্মভূষণ, জাতীয় চলচ্চিত্র পুরস্কার, দাদা সাহেব ফালকেসহ অসংখ্য পুরস্কারে ভূষিত হয়েছেন।