নিজস্ব প্রতিবেদক :
আজ অভিনেতা আব্দুন নূর সজলের ৩৬তম জন্মদিন। এ জন্মদিনটা তার জন্য বিশেষ কারণে স্পেশাল বলে জানালেন তিনি। কারণ এ বছর তার কারিয়ারের ২০ বছর পূর্তি হলো। সে হিসেবে এটা ক্যারিয়ারের ২০তম জন্মদিন সজলের।
সজল নূরের জন্মদিনে তার ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা শুভেচ্ছা জানাচ্ছেন তাকে। সামাজিক যোগাযোগের মাধ্যমে তাকে নানাভাবে শুভেচ্ছা জানাচ্ছে শোবিজের তারকারাও। জন্মদিনটা যদিও সাদামাটাভাবে কাটাতেই পছন্দ সজলের তবে। এ বছর ক্যারিয়ারের ২০ বছর পার করছেন এ জন্য জন্মদিনটা একটু বিশেষভাবে পালন করা হচ্ছে।
আগামী ১৩ মার্চ মুক্তি মুক্তি পাচ্ছে সজল অভিনীত ৪র্থ সিনেমা ‘জ্বীন’। এই কারণেও বছরটি তার কাছে খুব স্পেশাল বলে জানান তিনি। জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত এই সিনেমাটি পরিচালনা করেছেন নাদের চৌধুরী। এতে সজলের বিপরীতে আছেন জনপ্রিয় চিত্রনায়িকা পূজা চেরি।
তার অভিনীত অন্য সিনেমার মধ্যে রয়েছে তন্ময় তানসেন পরিচালিত ‘রান আউট’, বদিউল আলম খোকন পরিচালিত সিনেমা হারজিৎ ও মুশফিকুর রহমান গুলজার পরিচালিত নিঝুম অরণ্যে।
১৯৮৪ সালের ২০ ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন সজল। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে ব্যবসায় প্রশাসন বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর করেন।
আরও পড়ুন : রিফাত হত্যাকাণ্ডকে ঘিরে নির্মাণ হচ্ছে নাটক
প্রথমে টেলিভিশন নাটক ও মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু করেন তিনি। ধারাবাহিকভাবে এখানে কাজের মাধ্যমে নাটকে নিজের অবস্থান তৈরি করেন তিনি। তার উল্লেখযোগ্য নাটকগুলোর মধ্যে রয়েছে- কঙ্কাবতির না বলা কথা, অদৃশ্য দেয়াল, হারমোনিয়াম, সদা সত্য বলিব, তুমিময়, ব্রেকিং নিউজ, আলোর মিছিলে ওরা, স্বপ্নগুলো তোমার খোঁজে, তুমি আমি, দক্ষিনা পাবন, স্বপ্ন গুলো তাই অসমাপ্ত, ফড়িং, ভালবাসা গ্রহণ, এই ছেলে, ভালবাসার কদম ফুল, আনন্দ, ভুল ঠিকানায় যাত্রা, জানালা কাব্য, দেয়ালের ওপারে আছে আকাশ, স্টেশন মাস্টার, পান্ডুলিপির শেষের কথা কি ছিলো? মায়ের জন্য, রিমোট কন্ট্রোল ইত্যাদি।