জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশার জন্মদিন আজ। ১৯৮৩ সালের ২০ ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেছেন তিনি। এখন তিনি স্বামী মোস্তফা সরয়ার ফারুকীকে নিয়ে অবস্থান করছেন লন্ডনে। সেখানে ভাইয়ের বাসায় তাঁর পরিবারকে সঙ্গে নিয়ে জন্মদিনের দিনটি কাটাচ্ছেন। এর আগে জন্মদিনের প্রথম প্রহরে কেক কাটেন তিনি।
নিজের জন্মদিনের কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শেয়ার করেছেন তিশা। সেখানে দেখা যায়, তাঁর স্বামী মোস্তফা সরয়ার ফারুকী তার মুখে কেক তুলে দিচ্ছেন। তার সঙ্গে আরও রয়েছেন তার ভাই ও তার পরিবার। ছবি পোস্ট করে তিশা লেখেন, লন্ডনে ভাইয়ের বাসায় কেক কাটছি। সবাইকে ধন্যবাদ আমাকে জন্মদিনের শুভেচ্ছা জানানোর জন্য।
সম্প্রতি নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর সাথে প্যারিসে গিয়েছিলেন তিশা। ১৫ ও ১৬ ফেব্রুয়ারি সন্ধ্যা ছয়টায় প্যারিসের ম্যাজিস্টিক সিনেমা হলে দেখানো হয় তিশা অভিনীত সর্বশেষ সিনেমা ‘শনিবার বিকেল’। প্যারিসের ভেসুল উৎসবে ফারুকী নির্মিত সিনেমাটি নেটপ্যাক জুরি প্রাইজ এবং হাইস্কুল জুরি অ্যাওয়ার্ড পায়। সেখানে তিশাও ফারুকীর সঙ্গে ছিলেন।
‘শনিবার বিকেল’ সিনেমায় তিশা অভিনয় করেন ও এতে প্রযোজক হিসেবেও ছিলেন তিশা।
১৯৯৫ সালে নতুন কুঁড়ি প্রতিযোগীতায় প্রথম স্থান অর্জনের মধ্য দিয়ে মিডিয়ায় আসেন নুসরাত ইমরোজ তিশা।
তিশা অভিনীত বেশকিছু সিনেমা দর্শকপ্রিয়তা পেয়েছে। তার অভিনীত সিনেমার মধ্যে রয়েছে- টেলিভিশন, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ডুব, অস্তিত্ব, হালদা। এর মধ্যে তৌকীর আহমেদ পরিচালিত ‘হালদা’ সিনেমায় অভিনয় করে নুসরাত ইমরোজ তিশা জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন।