নিজস্ব প্রতিবেদক :
গত সপ্তাহে ৮০টি সিনেমা হলে মুক্তির পর বেশ সাড়া পড়েছে শাকিব খান অভিনীত বছরের প্রথম সিনেমা ‘বীর’। ছবিটি প্রতিদ্বন্দ্বিহীনভাবে দ্বিতীয় সপ্তাহেও দাপটের সঙ্গে চলছে। দ্বিতীয় সপ্তাহে হল বেড়েছে ‘বীর’ সিনেমার। ছবিটির প্রযোজক এসকে ফিল্মস’র কর্ণধার শাকিব খান ও পরিচালক কাজী হায়াৎ খুব খুশি ছবিটির দর্শক জনপ্রিয়তা দেখে।
এ নিয়ে শাকিব খান জানিয়েছেন, ছবিটি দর্শক দেখছেন। এর মাধ্যমে বাংলা চলচ্চিত্রে আবারও দর্শক ফিরবে বলে আশা করেন তিনি।
‘বীর’ সিনেমাটি ২১ ফেব্রুয়ারি শুক্রবার থেকে দেশের ৮৪টি প্রেক্ষাগৃহে প্রদর্শন হচ্ছে। এ সপ্তাহেও প্রতিযোগিতাহীন চলছে ছবিটি। বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে গত ১৪ ফেব্রুয়ারি ছবিটি সারাদেশের ৮০টি সিনেমা হলে মুক্তি পায়। এটি শাকিব খান প্রযোজিত তৃতীয় সিনেমা। এর আগে ‘হিরো দ্য সুপারস্টার’ ও ‘পাসওয়ার্ড’ ছবি দু’টি প্রযোজনা করেন তিনি।
শাকিব খানের আরও খবর : নতুন বছরও হতে যাচ্ছে শাকিবময়
ছবিটির ফার্স্ট লুক প্রকাশিত হয় গত বছরের ১২ ডিসেম্বর। এরপর থেকে চলচ্চিত্রটি আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। এ বছর সিনেমাটি কোন সংশোধনী ছাড়াই সেন্সর সার্টিফিকেট পায়। এটি কাজী হায়াতের ক্যারিয়ারে পঞ্চাশতম সিনেমা।
‘বীর’ সিনেমায় শাকিবের বিপরীতে অভিনয় করছেন চিত্রনায়িকা শবনম বুবলি। এছাড়া আরও অভিনয় করেছেন মিশা সওদাগর, সাদেক বাচ্চু, শবনম পারভীন, শাজনীন (নবাগত), নানা শাহ, হাবিব খান, শিবা শানু, ডন, নাদিম, সোহেল খান, জ্যাকি আলমগীর, আমিন সরকার, কমল পাটেকার প্রমুখ।
আরও পড়ুন : নতুন ২ চলচ্চিত্রে শাকিব খান
এতে বিশেষ চরিত্রে অভিনয় করেছেন সাংবাদিক শাবান মাহমুদ, নির্মাতা কাজী হায়াৎ ও শিশু শিল্পী সুনান।
চলচ্চিত্রটির সঙ্গীতায়োজনে ছিলেন শওকত আলী ইমন, আকাশ ও সাগির। আবহ সঙ্গীত করেছেন ইমন সাহা। সিনেমাটির গানগুলোতে কণ্ঠ দিয়েছেন সঙ্গীতশিল্পী মনির খান, ইমরান মাহমুদুল, কোনাল ও আকাশ।
⇒ ‘বীর’ সিনেমার ট্রেলার