মোহাম্মদ মিজানুর রহমান ও মোহাম্মদ সাইদুর রহমান যৌথভাবে নির্মাণ করছেন পূর্ণদৈর্ঘ্য বাংলা সিনেমা অন্তঃসত্ত্বা। ইতোমধ্যে ছবিটির মহরত অনুষ্ঠিত হয়ে গেলো গাজিপুরে পুবাইলের কায়সার কটেজে।মার্চে ছবিটির শুটিং শুরু করার কথা রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
খ্যাতিমান ইটালীয় লেখক ও সাংবাদিক ওরিয়ানা ফাল্লাচির উপন্যাস ‘লেটার টু এ চাইল্ড নেভার বর্ন’ –এর ছায়াবলম্বনে নির্মিত হচ্ছে ছবিটি। নতুন শিল্পীদের সাথে চলচ্চিত্রের বিখ্যাত অভিনয় শিল্পীরা অভিনয় করবেন বলে জানান সংশ্লিষ্টরা। কায়সার কটেজে অন্তঃসত্ত্বা সিনেমার শুভ মহরতে অন্তঃসত্ত্বা সিনেমার পরিচালক, অভিনয়শিল্পী, বিশিষ্ট ব্যবসায়ী, পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাসহ চলচ্চিত্র সংশ্লিষ্ট অনেকে উপস্থিত ছিলেন।
এ সময় ছবির দুইজন পরিচালক বলেন, ‘আমরা আমাদের দর্শকের রুচি, ভালোলাগা, চাওয়া সম্পর্কে সচেতন। তাই তাদেরকে শৈল্পিক বিনোদনের লক্ষে নতুন আঙ্গিকের একটি ভিন্নধর্মী সিনেমা উপহার দিতে পারবো বলে বিশ্বাস করি। দর্শক মনের সব চাহিদা পূরণ করতে পারবে অন্তঃসত্ত্বা।
বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির প্রচার ও দপ্তর সম্পাদক চিত্রপরিচালক আনোয়ার সিরাজী বলেন, ‘নবীন পরিচালকদ্বয় এই সিনেমার মাধ্যমে দর্শকদের শিল্পরুচি ফিরিয়ে আনতে সক্ষম হবে বলে তাঁর বিশ্বাস’।
এছাড়া অন্তঃসত্ত্বা চলচ্চিত্রের সাথে থাকার প্রত্যয় ব্যক্ত করেন কায়সার কটেজের কর্ণধার কবি কায়সার আহমেদ, স্টার মাল্টিমিডিয়ার চেয়ারম্যান আল-মামুন অটু, পুলিশ সুপার এ আর এম আলিফ সুমন, দৈনিক নয়াদেশ -এর সম্পাদক আলম কিরন, বিশিষ্ট ব্যবসায়ী মিরধা আতাউর রহমান দিপু, মার্টিন লুথার কলেজের অধ্যক্ষ মিতালী মারিয়া কস্তা, ইভেনাইজার ইন্টারন্যাশনাল স্কুলের ফিন্যান্স ডিরেক্টর জন সাগর রোজারিও, বাংলাদেশ বাস্তুহারা লীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রাশেদ হাওলাদার এবং সামাজিক সংগঠন ছায়ানীড়ের সাধারণ সম্পাদক সাইদুর রহমান সাইদ প্রমুখ।