টলিউডের গুনী অভিনেতা ও পরিচালক পরমব্রত চট্টোপাধ্যায়। বাংলাদেশের ছোটপর্দা ও বড়পর্দার জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। ২০১৭ সালে তাদের নিয়ে শুরু হয়েছিলো যৌথ প্রযোজনার সিনেমা ‘হলুদবনি’। দীর্ঘ প্রতিক্ষার পর এবার পরম-তিশার ‘হলুদবনি’ মুক্তি পাচ্ছে আগামী ৬ মার্চ।
ছবিটি পরিচালনা করছেন বাংলাদেশের তাহের শিপন এবং কলকাতার মুকুল রায় চৌধুরী। পদ্মনাভা দাশগুপ্ত এর চিত্রনাট্য লিখেছেন। সিনেমাটি নির্মিত হচ্ছে সুকান্ত গঙ্গোপাধ্যায়ের উপন্যাস ‘হলুদবনি’ অবলম্বনে।
বাংলাদেশ থেকে চলচ্চিত্রটি প্রয়োজনা করেছে ইমপ্রেস টেলিফিল্ম। সাথে আছে কলকাতার টেলিসিনে অ্যান্ড এন্টারটেইনমেন্ট।
‘হলুদবনি’ সিনেমা ও সেখানে নিজের চরিত্র সম্পর্কে জানতে চাইলে অভিনেত্রী তিশা বলেন, ‘এই সিনেমায় যে ধরনের চরিত্রে অভিনয় করেছি, এর প্রতি দর্শকদের ভালোবাসা ও মায়া হবে। সিনেমার গল্পটিও সবাই পছন্দ করবেন।’
পরম-তিশা ছাড়াও এতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন টলিউডের পাওলি দাম। সিনেমায় তাদেরকে দেখা যাবে ত্রিভুজ প্রেমের একটি জটিল সম্পর্কের গল্পে।
প্রযোজনা সংস্থা ইমপ্রেস টেলিফিল্মের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ৬ মার্চ ঢাকার স্টার সিনেপ্লেক্স এবং যমুনা ব্লকবাস্টারে ছবিটি মুক্তি দেয়া হবে।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) চ্যানেল আই টিভির ইউটিউবে সিনেমাটির প্রোমো প্রকাশ করা হয়েছে।