নিজস্ব প্রতিবেদক :
বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে গত ১৪ ফেব্রুয়ারি ৮০টি সিনেমা হলে মুক্তি পেয়েছিলো শাকিব খানের চলচ্চিত্র ‘বীর’। দ্বিতীয় সপ্তাহে (২১ ফেব্রুয়ারি) হলের সংখ্যা বেড়ে দাঁড়ায় ৮৪-তে। এবার তৃতীয় সপ্তাহেও অর্ধশতাধিক হলে চলছে শাকিব খানের সিনেমা ‘বীর’।
দর্শক জনপ্রিয়তা দেখে সন্তোষ প্রকাশ করেছেন প্রযোজক এসকে ফিল্মস’র কর্ণধার শাকিব খান ও পরিচালক কাজী হায়াৎ। এ বিষয়ে শাকিব বলেন, ছবিটি দর্শক দেখছেন এবং পছন্দ করছেন। এতে আমরা খুব খুশি। এজন্য দর্শকদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। এর মাধ্যমে বাংলা চলচ্চিত্রে আবারও দর্শক ফিরবে বলে আশা করেন তিনি।
শাকিব খান অভিনীত বছরের প্রথম সিনেমা ‘বীর’। ছবিটি প্রতিদ্বন্দ্বিহীনভাবে তৃতীয় সপ্তাহেও দাপটের সঙ্গে চলছে। ঢাকাসহ সারাদেশের ৫২টি হলে চলছে সিনেমাটি। যদিও এ সপ্তাহে নতুন ছবি ‘হৃদয় জুড়ে’ মুক্তি পেয়েছে। এটি পরিচালনা করেছেন রফিক শিকদার। বাংলাদেশের নিরব ও কলকাতার প্রিয়াঙ্কা সরকার অভিনীত এই ছবিটি পেয়েছে মাত্র ১৬টি হল।
‘বীর’ গুনী পরিচালক কাজী হায়াতের ক্যারিয়ারে পঞ্চাশতম সিনেমা। আর শাকিব খান প্রযোজিত তৃতীয় সিনেমা। এর আগে ‘হিরো দ্য সুপারস্টার’ ও ‘পাসওয়ার্ড’ ছবি দু’টি প্রযোজনা করেন শাকিব।
শাকিব খানের আরও খবর : নতুন বছরও হতে যাচ্ছে শাকিবময়
ছবিটির ফার্স্ট লুক প্রকাশিত হয় গত বছরের ১২ ডিসেম্বর। এরপর থেকে চলচ্চিত্রটি আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। এ বছরের শুরুতে সিনেমাটি কোন সংশোধনী ছাড়াই সেন্সর সনদ লাভ করে।
‘বীর’ সিনেমায় শাকিবের বিপরীতে অভিনয় করছেন চিত্রনায়িকা শবনম বুবলি। এছাড়া এতে আরও অভিনয় করেছেন মিশা সওদাগর, সাদেক বাচ্চু, শবনম পারভীন, শাজনীন (নবাগত), নানা শাহ, হাবিব খান, শিবা শানু, ডন, নাদিম, সোহেল খান, জ্যাকি আলমগীর, আমিন সরকার, কমল পাটেকার প্রমুখ।
আরও পড়ুন : নতুন ২ চলচ্চিত্রে শাকিব খান
এতে বিশেষ চরিত্রে অভিনয় করেছেন সাংবাদিক শাবান মাহমুদ, নির্মাতা কাজী হায়াৎ ও শিশু শিল্পী সুনান।
চলচ্চিত্রটির সঙ্গীতায়োজনে ছিলেন শওকত আলী ইমন, আকাশ ও সাগির। আবহ সঙ্গীত করেছেন ইমন সাহা। সিনেমাটির গানগুলোতে কণ্ঠ দিয়েছেন সঙ্গীতশিল্পী মনির খান, ইমরান মাহমুদুল, কোনাল ও আকাশ।
⇒ ‘বীর’ সিনেমার ট্রেলার