নিজস্ব প্রতিবেদক :
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী নির্ভর সিনেমা ‘বঙ্গবন্ধু’ নির্মাণের সকল প্রস্তুতি শেষের দিকে। ১৭ মার্চ অনুষ্ঠিত হবে এর জমকালো মহরত। বাংলাদেশ ও ভারত সরকারের যৌথ প্রযোজনায় বলিউডের জনপ্রিয় নির্মাতা শ্যাম বেনেগাল ছবিটি নির্মাণ করছেন। এদিকে সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বঙ্গবন্ধুর বায়োপিকের ৫০ শিল্পীর তালিকা প্রকাশ করেছে এফডিসি।
গত রোববার ১ মার্চ বিএফডিসির ব্যবস্থাপনা পরিচালক নুজহাত ইয়াসিমিন স্বাক্ষরিত এক গেজেটে এই সিনেমার অভিনেতা অভিনেত্রীদের ৫০ অভিনয় শিল্পীর আংশিক তালিকা প্রকাশ করা হয়েছে। এই তালিকায় দেখা গেছে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চরিত্রে অভিনয় করছেন ঢালিউডের চিত্রনায়ক আরিফিন শুভ।
আরিফিন শুভর আরও খবর : ঈদে আসছে শুভ-ঐশীর ‘মিশন এক্সট্রিম’
ছবিটিতে ফজিলাতুন্নেসা মুজিব চরিত্রে আছেন নুসরাত ইমরোজ তিশা ও শেখ হাসিনার চরিত্রে অভিনয় করছেন নুসরাত ফারিয়া। জেনারেল আইয়ুব খানের চরিত্রে অভিনয় করছেন খলনায়ক মিশা সওদাগর ।
গুরুত্বপূর্ণ চরিত্রগুলোতে আরও অভিনয় করছেন শেখ হাসিনার বড় ভূমিকায় জান্নাতুল সুমাইয়া, সৈয়দ নজরুল ইসলাম চরিত্রে সায়েম সামাদ, এ কে ফজলুল হকের চরিত্রে শহীদুল ইসলাম সাচ্চু, আব্দুল হামিদ খান ভাসানীর চরিত্রে রাইসুল ইসলাম আসাদ, বঙ্গবন্ধুর দাদা আবদুল হামিদের চরিত্রে গাজী রাকায়েত, তাজউদ্দীন আহমেদের দায়িত্বে ফেরদৌস আহমেদ, সোহরাওয়ার্দী চরিত্রে তৌকীর আহমেদ, শওকত মিয়া চরিত্রে সিয়াম আহমেদ।
চিত্রনায়ক সিয়াম আহমেদের নতুন চলচ্চিত্রের সংবাদ :
⇒ পিয়া ও মাহির পর ‘স্বপ্নবাজি’তে সিয়াম
⇒ সিয়াম-মীমকে নিয়ে রায়হান রাফির নতুন সিনেমা ‘ইত্তেফাক’
বঙ্গবন্ধুর শততম জন্মদিন ১৭ মার্চ থেকে সিনেমাটির শুটিং শুরু হবে। ছবিটির দৈর্ঘ্য হবে ২ ঘণ্টা ২০ মিনিট। এ চলচ্চিত্রের বাজেট নির্ধারণ করা হয়েছে ৩৫ কোটি টাকা। যার ৬০ ভাগ দিচ্ছে বাংলাদেশ ও ৪০ ভাগ দিচ্ছে ভারত।
ছবিটিতে শ্যাম বেনেগালের সহযোগী পরিচালক হিসেবে দয়াল নিহালানি রয়েছেন। ছবিটির চিত্রনাট্য করেছেন অতুল তিওয়ারি ও শামা জায়েদি। শিল্প নির্দেশনায় আছেন নীতিশ রায়। কস্টিউম ডিরেক্টর শ্যাম বেনেগালের মেয়ে পিয়া বেনেগাল।
আগামী ২০২১ সালের ১৭ মার্চের আগেই আন্তর্জাতিকভাবে ছবিটি মুক্তি দেওয়া হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
ছবিটি বাংলা ভাষায় নির্মিত হলেও এর সাবটাইটেল হবে হিন্দিতে।