এপার বাংলা ছাড়িয়ে ইতোমধ্যে জনপ্রিয়তায় ওপার বাংলার মানুষের মন জয় করে নিয়েছেন অভিনেত্রী জয়া আহসান। বেশকিছু পুরস্কারও হাতে তুলে নিয়েছেন তিনি। এবার কলকাতার ‘তুমি অনন্যা’ পুরস্কার পেলেন জয়া আহসান। কোন দ্বিতীয় বাংলাদেশী হিসেবে তিনি এ পুরস্কার পেলেন।
শুক্রবার ৬ মার্চ কলকাতার গায়েন মঞ্চে বিয়োন্ড ড্রিমস এর আয়োজনে তার হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এর আগে উপমহাদেশের কিংবদন্তি সঙ্গীতশিল্পী রুনা লায়লা এ পুরস্কার পেয়েছেন। এছাড়া ভারতীয় তারকা শাবানা আজমি, বিদুষী গিরিজা দেবী, অপর্ণা সেন, ঊষা উত্থুপ, মমতা শঙ্কর, সাবিত্রী চট্টোপাধ্যায়, রচনা ব্যানার্জি, কোয়েল মল্লিক ও ডোনা গাঙ্গুলিসহ অনেকে এ পুরস্কার পেয়েছিলেন। এবারে ছিলো ‘তুমি অনন্যা’র ১৫তম পুরস্কার।
জয়া আহসানের সঙ্গে এ পুরস্কারের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তার মা রেহানা মাসউদ। আরও উপস্থিত ছিলেন কলকাতার তারকা অভিনেতা আবির চ্যাটার্জি, চিত্রনায়িকা নুসরাত জাহানসহ অনেকে।
এ পুরস্কার পেয়ে উচ্ছসিত জয়া আহসান জানান নিজের ভালো লাগার কথা। সম্প্রতি মুক্তি পেয়েছে জয়া আহসান অভিনীত কলকাতার সিনেমা বিনি সুতোয় ও রবিবার। রবিবার কলকাতা ছাড়িয়ে এখন বাংলাদেশে মুক্তি পেয়েছে। কলকাতায় মুক্তির অপেক্ষায় ভূত পরী ও অর্ধাঙ্গিনী সিনেমা। বাংলাদেশে মুক্তির অপেক্ষায় বিউটি সার্কাস, পেয়ারার সুবাস ও অলাতচক্র।
২০০৪ সালে মোস্তফা সরয়ার ফারুকীর ব্যাচেলর চলচ্চিত্রে অভিনয়ের মধ্য দিয়ে বড় পর্দায় অভিষেক ঘটে জয়ার। এরপর নুরুল আলম আতিকের ডুবসাঁতার, তানিম নূরের ফিরে এসো বেহুলা, নাসির উদ্দীন ইউসুফ পরিচালিত গেরিলা চলচ্চিত্রে অভিনয় করেন। এছাড়া তিনি রেদওয়ান রনি পরিচালিত চোরাবালি ও সাফি উদ্দিন সাফি পরিচালিত পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনি ২ ছবিতে অভিনয় করেন। তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ দেশে ও বিদেশে বহু পুরস্কার অর্জন করেন।
ক্যারিয়ারের শুরুতে জয়া আহসান টেলিভিশন নাটক ও বিজ্ঞাপনে কাজ করেন। ম্যাগাজিনের প্রচ্ছদেও মডেল হিসেবে তিনি ছিলেন সরব।