৮ মার্চ বিশ্ব নারী দিবস। নারী দিবসের ১ গানে ১১ নারী শিল্পী অংশ নিয়েছেন। ৮ নারী কণ্ঠ দিয়েছেন, আবৃত্তি করেছেন ২ নারী ও নৃত্য পরিবেশনা করেছেন আরও ১ নারী। ভিন্নধর্মী এই গানটি চিত্রায়নের উদ্যোগ নিয়েছেন সঙ্গীতশিল্পী বশির আহমেদের দুই সন্তান হুমায়রা বশির ও রাজা বশির। চিত্রায়ন করেছেন রাজা বশির।
‘শোনো পৃথিবী শোনো’ শিরোনামের গানচিত্রের যারা গেয়েছেন তারা হলেন- ফরিদা পারভীন, আবিদা সুলতানা, হুমায়রা বশির, অণিমা রায়, মৌটুসী পার্থ, সুকন্যা মজুমদার তিথি, প্রিয়াংকা গোপ ও নওরিন শরিফ শার্লিন। আবৃত্তিতে রুপা চক্রবর্তী ও অধরা জাহান এবং নৃত্য পরিবেশনায় মুনমুন মুস্তাফা।
অধরা জাহানের লেখা গানে সুর দিয়েছেন হুমায়রা বশির। আগামীকাল এফডিসিতে গানটির প্রিমিয়ার করা হবে। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন সঙ্গীত পরিচালক শেখ সাদী খান, আজাদ রহমান, গীতিকার মোহাম্মদ রফিকউজ্জামান, শহীদুল্লাহ ফরায়েজী, চলচ্চিত্র নির্মাতা ও অভিনেত্রী কবরী সারোয়ার এবং এটিএন বাংলার চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান।
গানটির সুরকার ও শিল্পী প্রসঙ্গে হুমায়রা বশির জানান, এই গানের মাধ্যমে দুই প্রজন্মের মধ্যে একটি মেলবন্ধনের চেষ্টা করা হয়েছে। নারীদের বিজয়ের গল্প শোনানো হচ্ছে এ গানে।
বশির আহমেদের দুই সন্তান হুমায়রা বশির ও রাজা বশির নিজেদের পিতামাতা বশির আহমেদ ও মিনা বশিরকে গানটি উৎসর্গ করেছেন।
উপমহাদেশের প্রখ্যাত সঙ্গীতজ্ঞ বশির আহমেদ ২০১৪ সালের ১৯ এপ্রিল পরলোকগমন করেন। বশির আহমেদের মৃত্যুর সাড়ে তিন বছর পর সেই বছরের ৭ আগস্ট প্রয়াত হন তাঁর সহধর্মিনী প্রখ্যাত সঙ্গীতশিল্পী মিনা বশির।