জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ভাষণকে কেন্দ্র করে নির্মিত হলো ৭ই মার্চের বিশেষ গানচিত্র ‘আমাদের স্কুল’। এই গানচিত্রটি ৭ মার্চ ধ্রুব মিউজিক স্টেশনের ইউটিউব চ্যানেলে অবমুক্ত করা হয়েছে। গানটি একই সাথে শোনা যাচ্ছে ডিএমএস ওয়েবসাইট, জিপি মিউজিক, বাংলালিংক ভাইব, রবি স্প্ল্যাশ ও স্বাধীন মিউজিক অ্যাপে।
মিছিল বঙ্গবাসীর কথায় ও সুরে গানটির সংগীতায়োজন করেছেন ইবরার টিপু। গানের কথাগুলো এরকম- ‘আমাদের স্কুল বেশি দূরে নয়/ বাড়ি থেকে কিছুদূর হেঁটে যেতে হয়/ মাঝখানে রায়ের বাজার/ ৩০ লক্ষ প্রাণে মুক্তি আমার।’
গানটি গেয়েছেন সঙ্গীতশিল্পী এস আই টুটুল, আঁখি আলমগীর, ইবরার টিপু, মিছিল বঙ্গবাসী ও বিন্দুকণা। গানটির ভিডিওচিত্র নির্মাণ করেছেন সৌমিত্র ঘোষ ইমন।
ধ্রুব মিউজিক স্টেশনের কর্ণধার কণ্ঠশিল্পী ধ্রুব গুহ জানিয়েছেন, বঙ্গবন্ধু, ৭ই মার্চ ও স্বাধীনতা- এই তিনের সমন্বয়ে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ, জাতির পিতার ঐতিহাসিক ভাষণে স্বাধীনতার দীক্ষায় উজ্জীবিত হওয়া ও চিন্তা, চেতনা, মননে বঙ্গবন্ধু-এই বিষয়গুলোই উঠে এসেছে গানচিত্রটিতে।
১৯৭১ সালের ৭ মার্চ বাঙালি জাতির জীবনে এক গুরত্বপূর্ণ অধ্যায় রচিত হয়েছিলো। এ দিনে বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার চেতনায় জাতিকে উজ্জীবিত করে দিকনির্দেশনামূলক ভাষণ দিয়েছিলেন। যে ভাষণে ভিত নড়ে উঠেছিলো সেই সময়ে পাকিস্তানী শাসকগোষ্ঠীর। বাঙালি যে ডাকে সাড়া দিয়ে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার প্রস্তুতি নেওয়া শুরু করে। যে ভাষণকে বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য হিসেবে ইউনেস্কো স্বীকৃতি প্রদান করেছে।