বঙ্গবন্ধু স্মরণে বছরব্যাপী দুই প্রজন্মের শিল্পীদের গান
প্রকাশের সময় :
নিজস্ব প্রতিবেদক:
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী শুরু হলো আজ। বছরব্যাপী রাষ্ট্রীয়ভাবে নানা আয়োজন রাখা হয়েছে। বঙ্গবন্ধুকে নিয়ে হবে চলচ্চিত্র, গান ও নাটক। এ আয়োজনে যুক্ত হয়েছে বঙ্গবন্ধু স্মরণে বছরব্যাপী দুই প্রজন্মের শিল্পীদের গান। বিভিন্ন টেলিভিশন চ্যানেল ও ইউটিউব চ্যানেলে গানটি প্রচারিত হবে।
দুই প্রজন্মের ৬ সঙ্গীতশিল্পী গেয়েছেন গান। গানে কণ্ঠ দিয়েছেন বিশিষ্ট সঙ্গীতশিল্পী আঁখি আলমগীর ও রবি চৌধুরী। কণ্ঠ দিয়েছেন এ প্রজন্মের তরুণ সঙ্গীতশিল্পী স্বপ্নিল সজীব, প্রতীক হাসান, ঝিলিক ও তামান্না প্রমি।
গানের কথা লিখেছেন রবিউল ইসলাম জীবন। সুর করেছেন নাভেদ পারভেজ। গানের ভিডিও পরিচালনা করেছেন নির্মাতা সৌমিত্র ঘোষ ইমন। সমন্বয় করছেন স্বপ্নিল সজীব। গানচিত্রটিতে নৃত্য পরিচালনা করেছেন আনিসুল ইসলাম হিরু। নৃত্য পরিবেশনায় সৃষ্টি কালচারাল সেন্টার।
গানচিত্রটিতে গানে গানে বঙ্গবন্ধুর ৭ মার্চের কালজয়ী ভাষণ থেকে সোনার বাংলা তৈরি হওয়ার গল্প বলা হয়েছে। জন্মশতবর্ষের প্রথম দিন থেকে বছরব্যাপী টেলিভিশন চ্যানেল, রেডিও স্টেশন ও ইউটিউব চ্যানেলসহ অনলাইন প্লাটফর্ম দেখা যাবে গানটি এমনটাই জানিয়েছেন সংশ্লিষ্টরা।
এদিকে এ প্রজন্মের চার শিল্পী সাব্বির, শান, অবন্তি ও ঝিলিক ‘মুজিবগান’ নামে একটি গান গেয়েছেন। বঙ্গবন্ধুকে স্মরণে রাখতে এ উদ্যোগ নিয়েছেন বলে জানান তারা। অহর্নিশ ইউটিউব চ্যানেলে গানটি অবমুক্ত করা হবে বলে জানোন তারা। মৌ মধুবন্তি গানের কথা লিখেছেন। সুর ও সংগীত করেছেন শান। গানের ভিডিওটিও শান পরিচালনা করেছেন।