করোনা ভাইরাসে আক্রান্ত না হয়েও বলিউড সুপারস্টার দিলীপ কুমার ও অমিতাভ বচ্চন হোম কোয়ারেন্টিনে গেছেন। অমিতাভ বচ্চন নিজের একটি সিলযুক্ত হাতের ছবি টুইটারে পোস্ট করেছেন। যেখানে লেখা হোম কোয়ারেন্টিন। এদিকে কিংবদন্তি অভিনেতা দিলীপ কুমার এখন হোম কোয়ারেন্টিনে রয়েছেন।
অমিতাভ বচ্চন টুইটারে লিখেছেন, ‘মুম্বাইতে ভোটের কালি দিয়ে হাতে সিল মারা শুরু হয়ে গেছে। নিজেকে সুরক্ষিত রাখুন, সতর্ক থাকুন, শনাক্ত হলে বিচ্ছিন্ন থাকুন।’ ভারতের মহারাষ্ট্র সরকার সম্প্রতি যাঁরা হোম কোয়ারেন্টিনে আছেন তাঁদের চিহ্নিত করতে এই সিল মারার পদ্ধতি চালু করে।
অমিতাভ বচ্চন করোনাভাইরাস নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু থেকেই বেশ সোচ্চার। তিনি এর আগে করোনার থাবা থেকে নিরাপদ থাকতে কি করণীয় এ নিয়ে টুইটারে কবিতাও আবৃত্তি করেন। ভক্ত ও বন্ধু-বান্ধবদের সঙ্গে যোগাযোগও বন্ধ রেখেছেন তিনি। নিজবাড়ি জলসার সামনে ভক্তদের সঙ্গে রোববার যে সাপ্তাহিক মিট করতে তা বন্ধ রেখেছেন বিগ বি।
এদিকে সোমবার একটি টুইটে অভিনেতা দিলীপ কুমার লেখেন, ভারতে করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের পর আমি পুরোপুরি কোয়ারেন্টিনে আছি। আমি এই ভাইরাসে আক্রান্ত হতে পারি এমন কোন ঝুঁকি নিতে চাইছে না সায়রা (দিলীপ কুমারের স্ত্রী)। অন্য এক টুইটবার্তায় সবাইকে সাবধানে থাকার পরামর্শ দিয়ে তিনি বলেছেন, প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বের না হতে। স্বাস্থ্য বিভাগের নির্দেশিকা পুরোপুরি মেনে চলার আহ্বানও জানান তিনি।
অসুস্থতাজনিত কারণে সম্প্রতি মুম্বাইয়ের লীলাবতি হাসপাতালে দিলীপ কুমার ভর্তি হয়েছিলেন। তিনি করোনা আক্রান্ত বলে ধারণা করা হচ্ছিল। পরে জানা যায় তিনি পিঠের ব্যাথায় ভুগছিলেন। বর্তমানে তিনি ভালো আছেন।
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে চোখ রাখলে দেখা যায়, কারিনা কাপুর খান ঘরে বসে কাজ করছে আর স্বামী সাইফ বই পড়ছেন। সানি লিওনি পরিবারের সবাইকে নিয়ে ঘরে অবস্থান করছেন। সবাই মাস্কে নিজেদের মুড়িয়ে সেই ছবি ইনস্টাগ্রামে পোস্ট দিয়েছেন। পুরো বলিউডই এখন করোনায় প্রভাবিত বলা চলে।