দেশের তিন তারকা তাহসান-মোশাররফ করিম-জাহারা মিতু হোম কোয়ারেন্টিনে আছেন। তিনজনই দেশের বাইরে থেকে এসে এখন স্বেচ্ছায় নিজ বাড়িতে আলাদা অবস্থান করছেন। এ খবর সামাজিক যোগাযোগ মাধ্য্যমসহ গণমাধ্যমে প্রকাশ করেছেন তারা।
গত সোমবার কলকাতায় একটি নাটকের শুটিং বাতিল করে দেশে ফিরে এসেছেন জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। দেশে ফিরেই নিজ বাড়িতে আলাদা অবস্থান করছেন বলে জানিয়েছেন তিনি। তিনি বলেন, দেশে ফেরার পর দুইদিনের শুটিংয়ের ডেট ছিলো তা বাতিল করেছি। এখন পুরোপুরি ঘরে আছি। খুব জরুরি কাজ ছাড়া বের হচ্ছি না। বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে যেসব নির্দেশনা দেওয়া হয়েছে সেগুলো মেনে চলছি। এ বিষয়ে আমাদের সচেতন হওয়া উচিত। আমরা একটু সতর্ক হলে এই ভাইরাসটি প্রতিরোধ করা সম্ভব।
এদিকে গত ১৪ মার্চ জাপান থেকে দেশে ফেরার পর থেকেই হোম কোয়ারেন্টিনে আছেন সঙ্গীতশিল্পী ও অভিনেতা তাহসান খান। সেদিন দেশে ফিরে ফেসবুকে এক পোস্টের মাধ্যমে এ কথা জানান তিনি নিজেই।
ফেসবুকে তিনি লেখেন, ‘প্রিয় প্রযোজক, পরিচালক ও কনসার্টের আয়োজক- আমি আমার সব কাজ বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছি। সামাজিক বিচ্ছিন্নকরণ হলো এ মুহূর্তে সবচেয়ে বড় সমাধান। আশা করি, আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন’।
এদিকে অভিনেত্রী জাহারা মিতু সম্প্রতি শেষ করেছেন শামীম আহমেদ রনী পরিচালিত ‘কমান্ডো’ ছবির শুটিং। এরপর কিছুদিন অবস্থান করছিলেন সেখানে। করোনা ভাইরাসের প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় ভারতে বন্ধ হয় গেছে সকল প্রকার শুটিং। জাহারা মিতু গত বুধবার দুপুর আড়াইটায় দেশে ফিরেছেন। দেশে ফিরেই রয়েছেন হোম কোয়ারেন্টিনে। উত্তরায় নিজ বাসায় আলাদা অবস্থান করছেন তিনি।
তিনি গণমাধ্যমকে জানান, সকল প্রকার কাজ বন্ধ করে বাড়িতে কোয়ারেন্টিনেই আছেন তিনি। এছাড়া বিমানে আসার সময় তিনি ফেস মাস্ক, হ্যান্ড গ্লাভস ব্যবহার করেছেন। যে সিটে বসেছেন সেখানে এক্সট্রা তোয়ালে বিছিয়ে বসেছেন বলেও জানান তিনি।