ভারতের বাংলা সিনেমার কিংবদন্তি আলোকচিত্রী নিমাই ঘোষ আর নেই। ২৫ মার্চ বুধবার ৮৬ বছর বয়সে মারা গেলেন তিনি। কিংবদন্তি চলচ্চিত্র পরিচালক সত্যজিৎ রায়ের সঙ্গে কাজ করেছেন তিনি। কাজ করেছেন ঋত্বিক ঘটক, মৃণাল সেন ও অপর্ণা সেনের মতো বর্ষিয়ান পরিচালকদের সঙ্গে। ভূষিত হয়েছেন ভারতের পদ্মশ্রী সম্মাননা পুরস্কারে।
ট্যাক্সিতে কুড়িয়ে পাওয়া ক্যামেরা দিয়ে ফ্রেমবন্দি করেছিলেন সত্যজিৎ রায়কে। তার ক্যামেরার মুন্সিয়ানা দেখে সত্যজিৎ পিঠ চাপড়ে বলেছিলেন ‘তুমি তো আমার অ্যাঙ্গেল মেরে দিয়েছো হে! ছবি তোলো, ছবি তোলো।’ সেই থেকে শুরু। মৃত্যুর আগ পর্যন্ত ছবি তুলে গেছেন তিনি।
বুধবার সকাল সাড়ে ৭টার দিকে তিনি কলকাতায় মারা যান। তাঁর ছোট ভাই চিত্ত ঘোষের বরাতে ইন্ডিয়ান এক্সপ্রেস খবরটি প্রকাশ করেছে। ভারতে লকডাউনের কারণে তাঁর শেষকৃত্যে ২০ জনের বেশি উপস্থিত থাকতে পারেননি। তাঁর একমাত্র ছেলে আছেন মুম্বাইয়ে। লকডাউনের কারণে বাবার শেষ দর্শনও মেলেনি।
কিংবদন্তি এই আলোকচিত্রীর মৃত্যুতে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী শোক জানিয়েছেন। শোকাহত চলচ্চিত্র ও আলোকচিত্রী অঙ্গন।
তিনি স্থিরচিত্রগ্রাহক হিসেবে সত্যজিৎ রায়ের ‘গুপি গায়েন বাঘা বায়েন’ ও ‘আগন্তুক’সহ অসংখ্য সিনেমায় কাজ করেন। ২০১০ সালে তিনি ভারতের সর্বোচ্চ সম্মাননা পুরস্কার ‘পদ্মশ্রী’-তে ভূষিত হয়েছেন। তিনি মৃত্যুঅবধি কাজ করে গেছেন। তুলেছেন অসংখ্য কালজয়ী ছবি।
কালচারাল ইয়ার্ড পরিবার কিংবদন্তি আলোকচিত্রী নিমাই ঘোষের মৃত্যুতে শোকাহত। তাঁর প্রতি সম্মান ও শ্রদ্ধা।