চলে গেলেন প্রযোজক-পরিচালক মতিউর রহমান পানু। ঢালিউডের সবচেয়ে ব্যবসাসফল সিনেমা ‘বেদের মেয়ে জোসনা’ প্রয়োজনা করেন তিনি। গত ২৪ মার্চ মঙ্গলবার রাত ১১টা ২০মিনিটে তিনি উত্তরায় তার নিজ বাসায় মারা যান। দীর্ঘদিন ধরে তিনি বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন।
১৯৬৪ সালে তিনি পরিচালক বাবুল চৌধুরী’র সহকারী হিসেবে কাজ শুরু করেন। এরপর তিনি দারাশিকো, সৈয়দ আউয়াল, আকবর কবির পিন্টুসহ আরও অনেকের সঙ্গে সহকারী পরিচালক হিসেবে কাজ করেন। তিনি ১৯৭৯ সালে হারানো মানিক সিনেমার মাধ্যমে পরিচালনা শুরু করেন।
তিনি প্রথমে ১৯৯০-১৯৯১ সালে ভারতের কলকাতায় অঞ্জু ঘোষ এবং চিরঞ্জীতকে দিয়ে বেদের মেয়ে জোসনা সিনেমা নির্মাণ করেন। পরের বছর তার সহকারী তোজাম্মেল হক বকুল বাংলাদেশে এই ছবিটি পুনর্নির্মাণ করেন।
২০০২ সালে বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনায় রিয়াজ–পূর্ণিমা জুটিকে নিয়ে তিনি নির্মাণ করেন বহুল আলোচিত ও ব্যবসা সফল সিনেমা ‘মনের মাঝে তুমি’। ২০০৩ সালে বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনায় বাংলাদেশে নির্মাণ করেন নসিমন ও ভারতে বৌমার বনবাস। ছবিটিতে রিয়াজের বিপরীতে নাম ভূমিকায় শাবনূর অভিনয় করেন।
২০০৫ সালে মতিউর রহমান পানু সালাউদ্দিন লাভলু পরিচালিত মোল্লা বাড়ীর বউ সিনেমাটি প্রযোজনা করেন। ২০০৭ সালের আজিজুর রহমান পরিচালিত ডাক্তার বাড়ী ও ওরে সাম্পানওয়ালা ছবিটি প্রযোজনা করেন তিনি।
মতিউর রহমান পানু ১৯৩৯ সালের ৩১ ডিসেম্বর বগুড়া সদর-এ জন্ম গ্রহণ করেন। ১৯৬২ সালে বগুড়া সেন্ট্রাল হাই স্কুল থেকে এসএসসি পাশ করে ঢাকায় চলে আসেন তিনি। পা রাখেন বিএফডিসিতে।