নিজস্ব প্রতিবেদক :
বিশ্বজুড়ে করোনা ভাইরাসের আতঙ্কে মানুষ। প্রতিদিন জীবন যাচ্ছে হাজার হাজার মানুষের। লকডাউন হয়ে ঘরবন্দি মানুষ। বাংলাদেশের আতঙ্কিত মানুষও ঘরে বন্দি। এ অবস্থায় অনলাইন মাধ্যমে সক্রিয় থেকে সবাইকে সাহস যুগাচ্ছেন শোবিজ অঙ্গনের শিল্পীরা। এ অবস্থায় সঙ্গীতশিল্পী, কবি ও সাংবাদিক লুৎফর হাসানের লেখা কবিতায় কন্ঠ মেলালন বেশ কিছু কন্ঠশিল্পী। করোনা জয়ে একত্রিত হতে আবৃত্তি শিল্পীদের কণ্ঠে ‘এসো হে মানুষ’ শিরোনামের করেছেন।
কবিতায় কবি লুৎফর হাসান করোনায় দুর্দশা পীড়িত মানুষের সামগ্রিক চিত্র তুলে এনেছেন। করোনা জয় করে সামনে এগিয়ে যেতে মানুষের জয়গান গাওয়া হয়েছে কবিতায়।
কবিতাটি আবৃত্তি করেছেন সঙ্গীতশিলপী শাওন গানওয়ালা, আর.জে ত্রয়ী, লুৎফর হাসান ও ক্লোজআপ ওয়ান তারকা পুতুল। পুরো কবিতা জুড়ে আবহসঙ্গীত ও কণ্ঠ ধারণ করেছেন আমজাদ হোসেন।
শনিবার (২৫ এপ্রিল) কবিতার একটি ভিডিও ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস) এর ফেসবুক পেজে প্রকাশ করা হয়েছে। ভিডিওটি নির্মাণ ও সম্পাদনা করেছেন শুভব্রত সরকার।
এ বিষয়ে সঙ্গীতকার লুৎফুর হাসান জানান, বিশ্বের দুর্দশা পীড়িত মানুষের কথা কবিতায় নিয়ে আসতে ধ্রুব দা বলেন। এরপর কয়েকদিন সময় নিয়ে পুরো কবিতা লেখা হয়।
এ ধরনের কবিতা এটাই প্রথম জানিয়ে তিনি বলেন, সামগ্রিক অবস্থা বিবেচনায় যতটুকু সম্ভব কবিতায় আনার চেষ্টা করা হয়েছে। আগামীতে বিভিন্ন বিষয় নিয়ে কবিতা করার চেষ্টা করব। করোনার এই মহামারী মোকাবেলায় সবাইকে মানবিক হতে হবে।
কবিতার শেষাংশে মানুষকে ভালোবাসার কথা রয়েছে। তিনি বলেছেন মানুষকে ভালোবাসলেই বাজবে বিজয়ের জয় গান।
কবিতায় এক জায়গায় আহ্বান করে বলা হয়েছে- এসো হে মানুষ, এইবার তবে বেঁচে থাকার লক্ষ্যে/ যুদ্ধ থাকুক দূরের দেশে থাকো, মানুষের পক্ষে। মেনে চলো আজ অনুশাসন, ধর্ম কিংবা রীতির/ মানলে তুমিই স্পর্শ পাবে, নিখাঁদ প্রেম ও প্রীতির।
লুৎফর হাসানের লেখা কবিতা ‘এসো হে মানুষ’