শুরু হচ্ছে রিয়েলিটি শো ‘সাউথ এশিয়ান ডান্স কম্পিটিশন ও আগামীর তারকা’
প্রকাশের সময় :
নিজস্ব প্রতিবেদক :
‘দুরে থেকেও কাছে থাকা’ স্লোগানে লকডাউনে ঘরবন্দী জীবনের সুপ্ত প্রতিভা বিকাশে শুরু হচ্ছে রিয়েলিটি শো ‘সাউথ এশিয়ান ডান্স কম্পিটিশন ও আগামীর তারকা’। এটিএন মিডিয়া কমিউনিকেশনের প্রযোজনায় এটিএন বাংলা এ আয়োজন করছে।
প্রথমবারের মতো এ আয়োজনে দুই বাংলা’র অনলাইন একক সঙ্গীত, নৃত্য ও একক অভিনয় প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। এ প্রতিযোগিতায় ১০-১৮ এবং ১৯-৩০ বয়স ক্যাটাগরির দু’টি বিভাগে প্রতিযোগীরা অংশগ্রহণ করতে পারবেন।
আগামী ২০ জুন আগ্রহী শিল্পীদের নিজের গাওয়া পূর্ণাঙ্গ একক সঙ্গীত, একক অভিনয় অথবা একক নৃত্যের ২ টি করে চার মিনিটের ভিডিওসহ রেজিস্ট্রেশন করতে বলা হয়েছে।
এটিএন বাংলা কার্যালয়ে ৮ জুন প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন এটিএন বাংলা, এটিএন নিউজ ও এটিএন এম সি এল এর চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান।
উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতে আয়োজনের চিফ কোর্ডিনেটর ও এটিএন এম সি এল এর সি ই ও সাজেদুর রহমান মুনিম প্রতিযোগিতা সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন।
তিনি জানান, এই প্রতিযোগিতা থেকে যে সকল শিল্পী বেরিয়ে আসবে তাদের এটিএন বাংলা থেকে বিভিন্ন প্ল্যাটফর্মে কাজ করার সুযোগ করে দেওয়া হবে। এছাড়াও আকর্ষণীয় পুরস্কার থাকছে তাদের জন্য।
শফিউল আলম বাবুর উপস্থাপনায় উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কন্ঠশিল্পী ফাতেমা তুজ জোহরা, নৃত্যশিল্পী নিলুফার ওয়াহিদ পাপড়ি, সোহেল রহমান, নির্মাতা নার্গিস আক্তার, মুরাদ পারভেজ, মাসুম শাহরীয়ারসহ অনেকে।