আগামীকাল বৃহস্পতিবার ২৭ আগস্ট (১২ই ভাদ্র) জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৪তম মৃত্যুবার্ষিকী। কবিতা, নাটক, গল্প, গান শিল্পের সকল শাখার শীর্ষ শিল্পী ছিলেন তিনি। নজরুলের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বেসরকারি টেলিভিশন চ্যানেল চ্যানেল আই নানা অনুষ্ঠানের আয়োজন করেছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় চ্যানেল আইতে নজরুল মৃত্যুবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত হবে ‘গান দিয়ে শুরু’র বিশেষ পর্ব । সকাল ১১টা ৫ মিনিটে টেলিফোনে দর্শকদের সরাসরি অংশগ্রহণে অনুষ্ঠান ‘সরাসরি নজরুল’ অনুষ্ঠিত হবে । অনুষ্ঠানটি প্রযোজনা করছেন আমীরুল ইসলাম ।
দুপুর ৩টা ৫ মিনিটে দেখানো হবে নজরুল মৃত্যুবার্ষিকী উপলক্ষে মতিন রহমান পরিচালিত ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত সিনেমা ‘রাক্ষুসী’।
রাত ৭টা ৫০ মিনিটে দেখানো হবে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এর ছোট গল্প অবলম্বনে গীতালি হাসান-এর নাট্যরূপ ও মুশফিকুর রহমান গুলজার-এর পরিচালনায় নাটক ‘জোনাকী জ্বলে’।
রাত ৮টা ২৫ মিনিটে রয়েছে ইজাজ খান স্বপন-এর পরিচালনায় নজরুল মৃত্যুবার্ষিকী উপলক্ষে ফেরদৌস আরার পরিবেশনায় নজরুল সঙ্গীতের বিশেষ অনুষ্ঠান ‘সোনার হিন্দোলে’।
কবির জন্ম ১৩০৬ বঙ্গাব্দের ১১ জ্যৈষ্ঠ (২৫ মে ১৮৯৯) পাশ্চিমবঙ্গের বর্ধমান জেলার আসানসোল মহকুমার চুরুলিয়া গ্রামে। তাঁর বাবার নাম কাজী ফকির আহমেদ, মায়ের নাম জাহেদা খাতুন।
বিংশ শতাব্দীর অন্যতম অগ্রণী বাঙালি কবি, ঔপন্যাসিক, নাট্যকার, সঙ্গীতজ্ঞ ও দার্শনিক ছিলেন তিনি। তিনি ছিলেন বাঙালি মনীষার তুঙ্গীয় নিদর্শন। পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ – দুই বাংলাতেই তিনি সমান সমৃদ্ধ ব্যাক্তিত্ব।
তিনি আমাদের বিদ্রোহী কবি। মানুষের ওপর মানুষের অত্যাচার এবং সামাজিক অনাচার ও শোষণের বিরুদ্ধে সোচ্চার প্রতিবাদ-ই ছিলো তার সৃষ্টির মূলে।
১৯৭২ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান কবিকে জাতীয় কবির মর্যাদা প্রদান করেন। ১৩৮৩ বঙ্গাব্দের ১২ ভাদ্র ইন্তেকাল করেন আমাদের জাতীয় কবি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে রাষ্ট্রীয় মর্যাদায় তিনি চিরনিদ্রায় শায়িত আছেন।