দুই বাংলার দুই বর্ষিয়ান অভিনেতা আতাউর রহমান ও সৌমিত্র চট্টোপাধ্যায় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এই সংক্রমণের পেছনে তাদের নিজেদের মধ্যে কোনও সংযোগ নেই। তবে একই দিনে জানা গেলো তারা করোনায় আক্রান্ত।
কিছুদিন ধরেই অসুস্থবোধ করছিলেন ঢাকার সাংস্কৃতিক ব্যক্তিত্ব আতাউর রহমান। তার শরীরে করোনার উপসর্গ দেখা দিলে নমুনা পরীক্ষা করান। পরীক্ষায় তার করোনা পজিটিভ ধরা পড়ে।
সামাজিক মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন গীতিকবি, লেখক ও রাজনীতিবিদ সুজন হাজং। তিনি ফেসবুকে লেখেন, ‘বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য, সাংস্কৃতিক উপ-কমিটির চেয়ারম্যান মঞ্চসারথি আতাউর রহমান স্যার করোনায় আক্রান্ত। তার দ্রুত সুস্থতা কামনা করছি।’এ সময় তিনি আতাউর রহমানের দুটি ছবিও পোস্ট দেন।
এদিকে জানা গেছে কলকাতার বর্ষিয়াণ অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। সোমবার পজিটিভ ফলাফল পাওয়ার পর মঙ্গলবার কলকাতার একটি বেসরকারি হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়েছে। সৌমিত্র চট্টোপাধ্যায় করোনা পজিটিভ বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ।
তবে সৌমিত্র চট্টোপাধ্যায়ের অবস্থার আপাতত স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছে হাসপাতালটি। তাকে কয়েকদিন পর্যবেক্ষণে রাখা হবে বলে জানিয়েছেন তারা। সৌমিত্রের চিকিৎসার জন্য একটি মেডিকেল টিম গঠন করা হয়েছে বলেও হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন।