৩০ জানুয়ারি শুরু হচ্ছে আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব
প্রকাশের সময় :
নিজস্ব প্রতিবেদক:
আগামী ৩০ জানুয়ারি থেকে শুরু হচ্ছে ১৪তম আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব। ফ্রেমে ফ্রেমে আগামী স্বপ্ন স্লোগানে সপ্তাহব্যাপী এ উৎসব আয়োজন করেছে চিলড্রেন্স ফিল্ম সোসাইটি বাংলাদেশ। প্রতি বছর চলচ্চিত্র জমা নেওয়ার কাজ আগে শুরু হলেও এবার করোনা বিপর্যয়ের কারণে অক্টোবরে এ উৎসবে ছবি দেওয়ার কাজ শুরু হয়। চলচ্চিত্র জমা দেওয়া যাবে ১৫ নভেম্বর পর্যন্ত।
নিও নরমাল নামে একটি বিশেষ বিভাগ যুক্ত করা হয়েছে এবার। এখানে ২৫ বছরের কম বয়সীরা চলচ্চিত্র জমা দিতে পারবেন। উৎসবের ভেন্যু ঠিক করা হয়েছে রাজধানীর কেন্দ্রীয় গণগ্রন্থাগার, বাংলাদেশ শিল্পকলা একাডেমি, আলিয়ঁস ফ্রঁসেজসহ আরও কিছু স্থানে।
বিচারকরা জমাকৃত ছবি দেখে সেরার বিচারে নির্মাতাদের পুরস্কার দেন।
এ বিষয়ে চিলড্রেন্স ফিল্ম সোসাইটি বাংলাদেশের প্রতিষ্ঠাতা মোরশেদুল ইসলাম বলেন, শিশুরা শুধু যে চলচ্চিত্র নির্মাণ করবে, তা নয়। এর মাধ্যমে ছোটদের মধ্যে নেতৃত্বের গুণাবলি প্রকাশ পাবে এমন ভাবনা থেকেই এ আয়োজন।
তিনি বলেন, ২০০৭ সাল থেকে এ আয়োজন শুরু হয়ে প্রতি বছর চলে আসছে। নেপথ্যে থেকে নিজেরা কাজ করলেও মূলত শিশু-কিশোররাই সব কাজ করে থাকে বলে জানালেন মোরশেদুল ইসলাম।